Makeup

কসমেটিক নয়, ত্বক ভাল রাখতে বানিয়ে নিন অর্গ্যানিক ফাউন্ডেশন

গোটা শীতকাল জুড়েই থাকবে পার্টির মরসুম। পার্টি শেষ হলেই এসে যাবে বিয়েবাড়ির পালা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৮ ০৮:১১
Share:

প্রতীকী ছবি।

গোটা শীতকাল জুড়েই থাকবে পার্টির মরসুম। পার্টি শেষ হলেই এসে যাবে বিয়েবাড়ির পালা। মাঘ, ফাল্গুন দু’মাস বিয়ের নিমন্ত্রণের চোটে দম ফেলার উপায় থাকে না। আর পার্টি, বিয়ে মানেই রোজ মেকআপ। শীত কালে এমনিতেই ত্বক শুষ্ক হয়ে যায়। তার উপর রোজ মেকআপ করলে ত্বকের অবস্থা আরও খারাপ হয়।

Advertisement

কসমেটিকসের মধ্যে থাকা রাসায়নিক ত্বকের ক্ষতি করে। আবার অনেক দিন ফাউন্ডেশন, কম্প্যাক্ট রেখে দিলে ডিসকালারেশনের সমস্যাও হয়। তাই ত্বক ক্ষতিকারক রাসায়নিকের হাত থেকে বাঁচাতে বাড়িতেই বানিয়ে নিন অর্গ্যানিক ফাউন্ডেশন।

কী কী লাগবে

Advertisement

অ্যারারুট পাউডার

কোকো পাউডার

নাটমেগ

দারচিনি

অলিভ বা আমন্ড অয়েল

আরও পড়ুন: এগুলো করুন, আর স্মাজ করবে না কাজল

কী ভাবে বানাবেন

নিজের ত্বকের ধরন অনুযায়ী পরিমাণ মতো অ্যারারুট পাউডার নিন। ফর্সা ত্বক হলে ১ টেবল চামচ অ্যারারুট পাউডার নিন। ত্বকের রং গাঢ় হলে ১ চা চামচই যথেষ্ট। এ বার এর সঙ্গে বাকি উপকরণ অর্থাত্ কোকো পাউডার, নাটমেগ, দারচিনি ভাল করে মিশিয়ে মিহি মিশ্রণ তৈরি করে নিন। যতক্ষণ না আপনার সঠিক স্কিন টোন আসছে।

আরও পড়ুন: শীতে শুষ্ক চুলের যত্ন নেওয়ার ৬ হাইড্রেটিং হেয়ার মাস্ক

যদি কম্প্যাক্ট টেক্সচার ফাউন্ডেশন চান তা হলে অলিভ বা আমন্ড অয়েল মিশিয়ে নিয়ে টিস্যুর সাহায্যে প্রেস করে নিন ভাল করে।

‘এই ধরনের খবর আপনার ইনবক্সে সরাসরি পেতে এখানে ক্লিক করুন

তৈরি হয়ে গিয়েছে অর্গ্যানিক ফাউন্ডেশন। মেক আপ ব্রাশের সাহায্যে লাগিয়ে নিন ত্বকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement