Manabi News

ইনিই পৃথিবীর সবচেয়ে বেশি বয়সের বিমানসেবিকা!

সেই যুবতী অবস্থায় শুরু। আজ ছয় দশক পেরিয়েও রোজ সকালে তাঁর রুটিনটা বদলায়নি এতটুকু। অবসর কাকে বলে জানেন না তিনি। পরিপাটি জামাকাপড়, মেকআপ, সুন্দর করে বাঁধা চুল, গলায় স্কার্ফ, হাতে লাগেজ ব্যাগ, মুখে মিষ্টি হাসি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৬ ১১:৩৭
Share:

সেই যুবতী অবস্থায় শুরু। আজ ছয় দশক পেরিয়েও রোজ সকালে তাঁর রুটিনটা বদলায়নি এতটুকু। অবসর কাকে বলে জানেন না তিনি। পরিপাটি জামাকাপড়, মেকআপ, সুন্দর করে বাঁধা চুল, গলায় স্কার্ফ, হাতে লাগেজ ব্যাগ, মুখে মিষ্টি হাসি। বয়সটা কিন্তু আশির কোঠায়। কিন্তু তাঁর কাছে বয়সটা নেহাতই একটা সংখ্যা। তিনি বিটি ন্যাশ। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি বয়সের বিমানসেবিকা তিনিই।

Advertisement

আরও পড়ুন: অতীতের ট্র্যাজেডি ভুলে সফল হয়েছেন এই ৮ বিউটি কুইন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement