কলার থেকে বেশি কাজের জিনিস বোধহয় আর কিছু হয় না। পাকা কলা, কাঁচা কলা, থোড়, মোচা দিয়ে হাজার রকম উপাদেয় পদ তো আছেই। কলার খোসাও যে দারুণ উপাদেয় তা জানেন কি? সহজ এক রেসিপি কাঁচকলার খোসা মাখা, খোসা বাটা দারণ সব খাবার বানানো যায়। শিখে নিন এমনই সহজ একটা রেসিপি।
দেখে নিন কী ভাবে বানাবেন কাঁচকলার খোসা বাটা