শীতের যাওয়া আসার সঙ্গেই কি ওঠানামা করে গার্লফ্রেন্ডের মেজাজ! যত দিন শীত থাকবে আপনার গার্লফ্রেন্ডও থাকবে মনের মতো। আর শীত হাপিশ তো গার্লফ্রেন্ডও কেমন যেন বদলে গেল! হ্যাঁ, রিসার্চ তো তেমন কথাই বলছে। শীতের উপরই না কি মহিলাদের মেজাজ অনেকটা নির্ভর করে।
সে কারণেই শীত ঋতু যদি খুব কম সময় স্থায়ী থাকে তাহলে মহিলারাও খিটখিটে হয়ে যায়। এর পিছনে অবশ্যই রয়েছে হরমোনের খেলা। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নির্গত হরমোন মেলাটোনিন। মেলাটোনিনের প্রভাবে মহিলাদের দেহে ইস্ট্রোজেনের মাত্রা বেড়ে যায়। মহিলারা অনেক বেশি খিটখিটে হয়ে যান। কবি কি এই জন্যই বলেছিলেন, ‘‘শীতকাল কবে আসবে সুপর্ণা?’’