চার দস্যিকে এক হাতে সামলে কেরামতি সুপারমমের! দেখুন ভিডিও

কচি অবস্থায় এক সন্তানকেই সামলাতে কালঘাম ছোটে মা-বাবার। ভাবুন তো, একের জায়গায় সংখ্যাটা যদি চার হয়! আর চার জনই যদি দস্যিপনায় একে অন্যকে হার মানায়! মা-বাবার বেহাল দসা কল্পনা করেই নিশ্চই ঘাবড়ে যাচ্ছেন!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৬ ১২:২৩
Share:

কচি অবস্থায় এক সন্তানকেই সামলাতে কালঘাম ছোটে মা-বাবার। ভাবুন তো, একের জায়গায় সংখ্যাটা যদি চার হয়! আর চার জনই যদি দস্যিপনায় একে অন্যকে হার মানায়! মা-বাবার বেহাল দসা কল্পনা করেই নিশ্চই ঘাবড়ে যাচ্ছেন!

Advertisement

এক সঙ্গে চার ডানপিটেকে সামলে কামাল করলেন কানাডার এক মহিলা, কোরি গিবসন। দক্ষ হাতে, দুরন্ত গতিতে ট্রিপলেট আর তাদের ২ বছরের দাদাকে ঘুমের জন্য তৈরি করার কোরির ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এখনও পর্যন্ত চার কোটি মানুষ দেখে ফেলেছেন এই ভিডিও। কোরির এখন নতুন নাম, সুপার মম।

কিন্তু সুপার মম যখন চার জনকে সামলাচ্ছিলেন কোথায় ছিলেন তাঁর স্বামী? কেন! ভিডিও তুলছিলেন। কোরির স্বামী ডন জানিয়েছেন খুব শিগগিরি এই ভিডিওর সিক্যুয়ল ফেসবুকে পোস্ট করবেন তিনি।

Advertisement

দেখে নিন সুপার মমের কেরামতির সেই ভাইরাল ভিডিও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement