Women News

বিয়ের দিন সুন্দর নেল আর্ট করাতে চাইলে আগে থেকেই যত্ন নিন এ ভাবে

বিয়ের দিন এসেই গেল। গরমে এমনিতেই নাজেহাল অবস্থা। তার মধ্যেই বিয়ের সব দিক সামলে নিজেকেও সুন্দর করে তুলতে হচ্ছে। অনেক কাজ থাকে বলে নখের দিকে বিশেষ নজর দেওয়া হয় না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ মে ২০১৭ ১৬:২৮
Share:

বিয়ের দিন এসেই গেল। গরমে এমনিতেই নাজেহাল অবস্থা। তার মধ্যেই বিয়ের সব দিক সামলে নিজেকেও সুন্দর করে তুলতে হচ্ছে। অনেক কাজ থাকে বলে নখের দিকে বিশেষ নজর দেওয়া হয় না। শেষ দিনের জন্যই এই কাজটা রেখে দেন অনেকেই। আবার অনেকেই এখন বিয়েতে নেল আর্ট করাতে চান। একেবারে শেষ দিনের জন্য না রেখে আগে থেকে কী ভাবে নখের যত্ন নিলে বিয়ের দিন নেল আর্ট সুন্দর হয়ে উঠবে জেনে নিন।

Advertisement

কী করবেন

যদি নখের কোনও সমস্যা থাকে, যেমন কিউটিকল শক্ত হয়ে যাওয়া, ভাঙা বা ক্ষয়ে নখ, তা হলে বিয়ের ৬-৮ সপ্তাহ আগে স্যাঁলোতে গিয়ে ভাল করে নখ ফাইল করে ম্যানিকিওর করিয়ে নিন। যাতে এ বার সমান ভাবে বাড়ে নখ।

Advertisement

কোন শেডের নেল পলিশ লাগাবেন বা কোন কোন রং দিয়ে নেল আর্ট করবেন তা আগে থেকে ভেবে রাখুন।

যেই শেডের নেল পলিশ লাগাবেন তা নিজে বাড়িতে কিনে রাখুন। স্যাঁলোতে নিজের কালার বটল নিয়ে যান।

যদি নেল আর্ট করবেন ভেবে থাকেন তা হলে আগে থেকে এক বার ট্রায়াল করিয়ে নিন।

বিয়ের আগের দিন জেল ম্যানিকিওর করান। জেল ম্যানিকিওর নখে গ্লো নিয়ে আসে। যা বিয়ের সাজের সঙ্গে খুবই মানানসই।

কী করবেন না

কোনও ভাবে নখ দিয়ে স্ক্র্যাচ করবেন না বা কাগজ কাটতে বা অন্য কোনও কাজে নখ ব্যবহার করবেন না।

নখ দাঁতে কাটবেন না।

আরও পড়ুন: গরমে বিয়ে, পায়ের যত্ন নিন এ ভাবে

এই সময় কিন্তু হ্যান্ড ক্রিম ব্যবহার করতে ভুলে গেলে চলবে না। হ্যান্ড ক্রিম হাত ও নখ ময়শ্চারাইজ করে। হাত যদি সুন্দর ভাবে ময়শ্চারাইজড না থাকে তা হলে কোনও নেল আর্টই ভাল লাগবে না দেখতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement