Manabi News

ইউটিউব থেকে বছরে ৭০ লক্ষ আয় করেন এই মহিলা কৃষক!

পেশায় তিনি কৃষক। ধুলো-বালি মেখে, গরু-ঘোড়ার সঙ্গে, খেতে-খামারে ছুটে সকাল থেকে সন্ধে পার হয় তাঁর। কিন্তু মাথায় কাঁধে গামছা ফেলা, মাথায় টোকা পরা, গ্রাম বাংলার নেহাত আটপৌরে কৃষক নন মোটে। উত্তর-ক্যারোলিনার এই কৃষককে ইউ টিউব চেনে একটা ছোট্ট ‘সার্চ’-এই।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৭ ১৭:২১
Share:
০১ ০৮

পঞ্চাশ বছরের এই মহিলা কৃষকের নাম জেনিফার কিং। তবে সোশ্যাল মিডিয়া তাঁকে চেনে ফার্ম গার্ল জেন নামেই।

০২ ০৮

বয়স পঞ্চাশের কোঠা পেরলেও তাঁকে দেখে বোঝার উপায় নেই। নিজেকে এতটাই প্রাণবন্ত ও ‘ফিট’ রেখেছেন তিনি।

Advertisement
০৩ ০৮

প্রতিদিনের রুটিনের মধ্যে নির্দিষ্ট রয়েছে শরীরচর্চার সময়ও। ‘অ্যাবস’ তৈরি করতে নিয়ম করে ‘ওয়েট লিফ্টিং’ করেন তিনি।

০৪ ০৮

জেনিফার বললেন, ‘‘প্রতিদিন একটু একটু করে বুড়িয়ে যাওয়া আমি পছন্দ করি না। তাই টিনএজারদের মতোই এই বয়সেও শরীরচর্চা করি।’’

০৫ ০৮

ওজন ওঠানোর পাশাপাশি জেনিফার অ্যারোবিক্স ও দৌড়ও করেন রোজ।

০৬ ০৮

২০১২-তে স্বামী জ্যাসনের সঙ্গে প্রথম নিজের ভিডিও পোস্ট করেন জেনিফার। সোশ্যাল মিডিয়ায় বিপুল জনপ্রিয়তা পায় সেই ভিডিও।

০৭ ০৮

এরপর থেকে প্রায়ই জেনিফারের নানা কসরতের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন জ্যাসন। লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে হিটের সংখ্যা।

০৮ ০৮

এখন ইউ টিউব থেকেই লক্ষাধিক টাকা আয় করেন জেনিফার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement