Peel

ফল, সবজির খোসা না ফেলে ব্যবহার করুন রূপচর্চায়

রান্নাঘরে তরিতরকারি, ফল কাটার পর খোসা ফেলে দেন? ভাবেন অপ্রয়োজনীয় নোংরা?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৮ ১৫:০৭
Share:
০১ ০৬

রান্নাঘরে তরিতরকারি, ফল কাটার পর খোসা ফেলে দেন? ভাবেন অপ্রয়োজনীয় নোংরা? ভুলবেন না ফল বা সবজির মতোই উপকারি খোসাও। বিশেষ করে রূপচর্চার জন্য। জেনে নিন কী ভাবে ব্যবহার করতে পারেন খোসা।

০২ ০৬

আলুর খোসার মধ্যে থাকা উত্সেচক ও ভিটামিন সি ত্বকের কালো ছোপ, চোখের কোলের কালি, ফোলা ভাব, ক্লান্তি দূর করতে সাহায্য করে।

Advertisement
০৩ ০৬

কলার খোসা দাঁত ঝকঝকে করতে সাহায্য করে। দাঁতে হলুদ ছোপ পড়লে কলার খোসা ঘষে নিন।

০৪ ০৬

মশা: লেবুর খোসা মশা তাড়াতে দারুণ উপকারি। দরজা ও জানলার কাছে লেবুর খোসা ফেলে রাখুন। মশা আসবে না।

০৫ ০৬

বাথ সোক: কমলা ও গ্রেপ ফ্রুট খোসার সুগন্ধ অবসাদ কাটাতে সাহায্য করে। ত্বকের চুলকানিও দূর করে। স্নানের জলে এই খোসাগুলো ফেলে সেই জল দিয়ে স্নান করুন। ক্লান্তি দূর হবে।

০৬ ০৬

ফল বা সবজির খোসায় থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট ও নিউট্রিয়েন্ট ত্বকের জন্য খুব ভাল। যা ত্বক এক্সফোলিয়েট ও পরিষ্কার করতে সাহায্য করে। কমলা লেবুর শুকনো খোসা কোরানোর সঙ্গে দই ও মধু মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাক ১৫-২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। ভাল করে স্ক্রাব করে হালকা গরম জলে ধুয়ে ফেলুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement