Women News

গরমকালে ত্বক দূষণমুক্ত রাখতে ব্যবহার করুন এই তিন মাস্ক

গরমকালে রোদের তাপ যেমন ত্বকে জ্বালা ধরায়, তেমনই অতিরিক্ত ঘামের কারণে ত্বকে ধুলো-ময়লাও জমে বেশি। তাই প্রতি দিন ত্বক ভিতর থেকে পরিষ্কার করা জরুরি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ মে ২০১৭ ১৬:৩৬
Share:

গরমকালে রোদের তাপ যেমন ত্বকে জ্বালা ধরায়, তেমনই অতিরিক্ত ঘামের কারণে ত্বকে ধুলো-ময়লাও জমে বেশি। তাই প্রতি দিন ত্বক ভিতর থেকে পরিষ্কার করা জরুরি। জেনে নিন গরমে ত্বক ভিতর থেকে পরিষ্কার করে দূষণমুক্ত রাখার তিনটি মাস্ক।

Advertisement

অ্যালয় ভেরা এবং টি ট্রি অয়েল মাস্ক

এক কাপ ঘন অ্যালয় ভেরা জুসের সঙ্গে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণ পুরো মুখে লাগিয়ে রাখুন ১০ মিনিট। অ্যালয় ভেরা সূর্যের তাপে হওয়া জ্বলন থেকে ত্বক ঠান্ডা করে। এর মধ্যে থাকা ভিটামিন ত্বকে পুষ্টি জোগায়। ত্বকের যে কোনও ধরনের স্ট্রেস দূর করতে ও দূষণের হাত থেকে রক্ষা করতে উপকারি টি ট্রি অয়েল। অ্যালয় ভেরা জেল বাজার থেকে না কিনে বাড়িতেই লাগাতে পারেন ঘৃতকুমারী গাছ। গরমকালে প্রয়োজন মতো রস করে নিন।

Advertisement

আরও পড়ুন: গরমে চুল ভাল রাখতে জেনে নিন তিন উপকারী ঘরোয়া মাস্ক

বেসন ও অলিভ অয়েল মাস্ক

বেসন ত্বকের জন্য খুব ভাল। সমপরিমাণ বেসন ও অলিভ অয়েল ব্লেন্ডারে এক সঙ্গে দিয়ে মিশিয়ে নিন। ত্বকে সমান ভাবে লাগান ও আলতো হাতে স্ক্রাব করুন। ৫ মিনিট রেখে গরম জলে ভেজানো পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলুন। ত্বকে জমা ধুলো, ময়লা ভিতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে বেসন। অতিরিক্ত তেলও শুষে নেয়। অলিভ অয়েলে থাকা ভিটামিন ই ত্বক ময়শ্চারাইজ করে মোলায়েম ভাব বজায় রাখে। সপ্তাহে দু’বার এই স্ক্রাব ব্যবহার করুন।

শশা, টোম্যাটো ও ওটস মাস্ক

তৈলাক্ত ত্বকের জন্য এই মাস্ক অত্যন্ত উপকারী। বিশেষ করে সকালে রোদে বেরনোর আগে। ১ টেবল চামচ শশার রস, ১ টেবল চামচ টোম্যাটোর রস ও ১ টেবল চামচ ওটস একটা বাটিতে ভাল ভাবে মিশিয়ে নিন। ব্লেন্ড করে নিয়ে সমান ভাবে ত্বকে লাগান। শশা ত্বকের রোমকূপ বন্ধ করতে সাহায্য করে। ঠান্ডা অনুভূতিও জোগায়। টোম্যাটোর রসেরও রয়েছে একই গুণ। ওটস এক্সফোলিয়েট করতে সাহায্য করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন