একশোয় একশো

ইচ্ছাশক্তির সামনে বয়স যে স্রেফ একটা সংখ্যা, দেখিয়ে দিলেন এক ভারতীয় মহিলা। ১০০ বছর বয়সে ১০০ মিটার ছুটে চমকে দিলেন গোটা বিশ্বকে। শুধু তাই নয়, তাঁর বিভাগে সোনাও জিতলেন! এই অ্যাথলিটের নাম মান কাউর।

Advertisement
শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৬ ০৩:২৯
Share:

ইচ্ছাশক্তির সামনে বয়স যে স্রেফ একটা সংখ্যা, দেখিয়ে দিলেন এক ভারতীয় মহিলা। ১০০ বছর বয়সে ১০০ মিটার ছুটে চমকে দিলেন গোটা বিশ্বকে। শুধু তাই নয়, তাঁর বিভাগে সোনাও জিতলেন! এই অ্যাথলিটের নাম মান কাউর। আমেরিকান মাস্টার্স গেমসে বয়স্কদের বিভাগে সত্তর, আশি বছর বয়সিদের হারিয়ে সোনা জেতেন তিনি। ১০০ মিটার দৌড়লেন ১ মিনিট ২১ সেকেন্ডে। ৯৩ বছর বয়সে দৌড় শুরু করে মান কাউর কুড়ির বেশি মেডেল জিতে ফেলেছেন মাস্টার্স গেমসের বিভিন্ন সংস্করণে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement