আরও একবার ক্রিকেট মাঠে ফিরে এল ফিল হিউজের স্মৃতি।
এ বার স্থান হায়দরাবাদ। হায়দরাবাদের ভাদুরপুরা জেলায় একটি ফ্রেন্ডলি ম্যাচ চলা কালিন এই ঘটনাটি ঘটে। মৃত ক্রিকেটারের নাম আব্দুল ওয়াজিদ।ভাদুরপুরের মির আলম ইদগার মাঠে ঘটে এই বেদনাদায়ক ঘটনাটি।
সাম্প্রতিককালে ফিল হিউজ জ্বলন্ত উদাহরণ হলেও এই ঘটনা ক্রিকেট মাঠে প্রথম নয়।
আরও খবর: ফেডারেশন কাপের ট্রায়াল রান সেরে ফেলল মোহনবাগান
বুধবার আবারও এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল ক্রিকেট মাঠ। প্রতিপক্ষ দলের ক্রিকেটারের ব্যাটের আঘাতে মাঠের মধ্যেই মধ্যেই জ্ঞান হারান বছর ২২এর এই যুবক। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে আব্দুলকে মৃত বলে ঘোষনা করা হয়।