পরিকল্পনা ছিল মিনি আইপিএল-এর। সেই মতো আইসিসি-র মিটিংয়ে প্রস্তাবও রেখেছিলেন বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর। অনেকেই মেনে নিলেও বেঁকে বসল চার দেশ। সেই তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। এভাবে বিরোধিতা বহু যুগ দেখেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। অনুরাগ ঠাকুর বিসিসিআই-এর সভাপতি হওয়ার পরই এই মিনি আইপিএল-এর কথা ঘোষণা করেছিলেন। সেপ্টেম্বরেই করার পরিকল্পনা ছিল সেই টুর্নামেন্টের।
এটি চ্যাম্পিয়ন্স লিগ টি২০র পরিবর্ত হিসেবে দেখা হচ্ছিল। লক্ষ্য ছিল বিদেশের মাটিতে ভারতীয় ক্রিকেট ফ্যানদের কাছে পৌঁছনো। কিন্তু এই মিনি আইপিএল হলে আইসিসি-র পরিকল্পনা অনুযায়ী প্রতি দু’বছরে টি২০ বিশ্বকাপ করাও সমস্যা হবে। তবে ব্রডকাস্টিং মিডিয়ার কথা অনুযায়ী সেপ্টেম্বরটাই সঠিক সময় এই টুর্নামেন্টের জন্য।
আরও খবর
ভারতের স্পিন আক্রমণই ভরসা ক্যারিবিয়ানদের বিরুদ্ধে