সাই কমপ্লেক্সে হঠাৎ বিতর্ক নিয়ে কঠোর সিদ্ধান্ত, সাসপেন্ড ৪

সাইয়ে এনআইএস কোর্সের কোচিং প্রশিক্ষণ নিতে আসা ক্রিকেটের রবীন্দ্র রাওয়াত শেষ পর্যন্ত জামিন পেলেন। তবে মদ্যপ অবস্থায় (পুলিশের তেমনই দাবি) সাই হস্টেলের ঘরে ঢুকে অভব্যতার দায়ে অভিযুক্ত রবীন্দ্র এবং তিরন্দাজি কোচিং কোর্স করতে আসা তাঁর তিন সঙ্গীর শাস্তি বহাল রেখেছে সাই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:২৯
Share:

সাইয়ে এনআইএস কোর্সের কোচিং প্রশিক্ষণ নিতে আসা ক্রিকেটের রবীন্দ্র রাওয়াত শেষ পর্যন্ত জামিন পেলেন। তবে মদ্যপ অবস্থায় (পুলিশের তেমনই দাবি) সাই হস্টেলের ঘরে ঢুকে অভব্যতার দায়ে অভিযুক্ত রবীন্দ্র এবং তিরন্দাজি কোচিং কোর্স করতে আসা তাঁর তিন সঙ্গীর শাস্তি বহাল রেখেছে সাই। এক মাসের জন্য চার জনকেই সাসপেন্ড করা হয়েছে।

Advertisement

সাইয়ের পূর্বঞ্চলীয় শাখার অধিকর্তা মনজিৎ সিংহ গোয়েন্ডি বললেন, ‘‘সল্টলেক সাই ক্যাম্পাসের শৃঙ্খলা ভাঙার দায়ে ওঁদের সাসপেন্ড করা হয়েছে। ক্যাম্পাসে কেউ এ সব করলে ব্যবস্থা নেওয়া হবেই। ওঁরা মার্চের শুরুতে পরীক্ষায় বসতে পারবেন না। তবে ওটা পরে দেওয়ার ব্যবস্থা আছে।’’ সাই সূত্রের খবর, যে হস্টেলে ঝামেলা হয়েছে, তার দায়িত্বে থাকা কর্মী বক্সিং কোচ সুজয় গুহ-কে বরখাস্ত করা হয়েছে। পুরো ঘটনাটি পাতিয়ালার সাই সেন্টারকে জানিয়ে দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, পাতিয়ালা থেকে এখানে কোচিং প্রশিক্ষণ নিতে এসেছিলেন অভিযুক্ত ওই চার জন। পুলিশের কাছে সাই অধিকর্তা অভিযোগ জানিয়েছেন, মাঝে-মধ্যেই হস্টেলে বসে এই চারজন মদ্যপ অবস্থায় বেশি রাত পর্যন্ত জোরে গান চালিয়ে সমস্যা তৈরি করতেন। ‘‘সেটাই আমি হাতেনাতে ধরে ফেলেছিলাম। তার পর পুলিশকেও জানাই এই ঘটনা,’’ বলেন সাই অধিকর্তা।

Advertisement

বিধাননগর (দক্ষিণ) থানার এক কর্তা বললেন, ‘‘রবীন্দ্র তাঁর ঘরে আত্মহত্যা করতে গিয়েছিল গায়ে কেরোসিন ঢেলে। অন্য সঙ্গীরা তাকে বাঁচায়। আমরা সাই কর্তৃপক্ষের থেকে খবর পেয়ে ওকে গ্রেফতার করি। জামিনযোগ্য অপরাধ বলে ও জামিন পেয়েছে।’’ অনেক খুঁজেও রবীন্দ্রর খোঁজ পাওয়া যায়নি। পুলিশের দাবি, তিনি নিজের রাজ্য উত্তরপ্রদেশে ফিরে গিয়েছেন। তবে ১৬ মার্চের আগে সল্টলেক সাইয়ের ক্লাসে রবীন্দ্ররা যোগ দিতে পারবেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন