India vs Australia

অশ্বিনের ঘূর্ণিতে ৭৫ রানে জয় ভারতের

ভারতের দ্বিতীয় ইনিংস শেষ ২৭৪ রানে। অজি বোলারদের সামনে আজ চতুর্থ দিনের সকাল থেকে খুব কিছু করে উঠতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা। একাই ৬ উইকেট পেয়ে দ্বিতীয় ইনিংসের নায়ক হয়ে ওঠেন জোস হাজেলউড।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৭ ১২:০৩
Share:

অশ্বিনকে ঘিরে ভারতীয় দলের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স।

অস্ট্রেলিয়া শেষ ১১২ রানে।

Advertisement

৭৫ রানে জয় ভারতের।

অল-আউট অস্ট্রেলিয়া। অশ্বিনের ৬ উইকেট।

Advertisement

অস্ট্রেলিয়া ১১০/৯।

অশ্বিনের উইকেট। নবম উইকেট তুলে নিল ভারত।

জিততে হলে অস্ট্রেলিয়াকে করতে হবে ৭৮ রান। হাতে রয়েছে ২ উইকেট।

অষ্টম উইকেট তুলে নিল ভারত। জাডেজা ফেরালেন ও’কিফকে।

অশ্বিনের বলে বোল্ড স্টার্ক।

হাতে তিন উইকেট, জিততে অস্ট্রেলিয়ার দরকার ৮৫ রান।

২৮ ওভারের শেষে অস্ট্রেলিয়ার জিততে হলে দরকার ৮৭ রান। ভারতকে জিততে হলে নিতে হবে চার উইকেট।

জিততে হলে অস্ট্রেলিয়ার দরকার ৮৭ রান। হাতে রয়েছে চার উইকেট।

টি এর আগে অস্ট্রেলিয়া ১০১/৬। অশ্বিনের বলে ঋদ্ধিমান সাহার অসাধারণ ক্যাচ।

ভারতের দ্বিতীয় ইনিংস শেষ ২৭৪ রানে। অজি বোলারদের সামনে আজ চতুর্থ দিনের সকাল থেকে খুব কিছু করে উঠতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা। একাই ৬ উইকেট পেয়ে দ্বিতীয় ইনিংসের নায়ক হয়ে ওঠেন জোস হাজেলউড।

সকালে আজিঙ্ক রাহানে হাফ সেঞ্চুরি করার কিছুক্ষণের মধ্যেই আউট হন মিচেল স্টার্কের বলে। ৫২ রান করে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তার পরের বলে করুণ নায়ারের স্টাম্প উড়িয়ে দেয় স্টার্ক। শূন্য রানে ফিরে যান তিনিও। ঋদ্ধিমান সাহা ক্রিজে নামতে আউটের জোর আবেদন থাকলেও অল্পের জন্য হ্যাট্রিক হাতছাড়া হয় স্টার্কের। সেঞ্চুরির দোরগড়ায় থেকেও চেতেশ্বর পূজারা অজি বোলিংয়ের চাপ রাখতে পারলেন না। অস্ট্রেলিয়ার মিডিয়াম পেসার হাজেলউডের বলে ধরা দেন চেতেশ্বর পূজারা (৯২)। সেই ওভারেই মাত্র ৪ রানে বোল্ড হন রবিচন্দ্রন অশ্বিন। মাত্র ৯ বলে ৪ উইকেট খুইয়ে বসে টিম ইন্ডিয়া। এর পর উমেশ যাদব (১) বা ইশান্ত শর্মা (৬) কেউই বেশি ক্ষণ টিকতে পারেননি। ঋদ্ধিমান সাহা ২০ রানে অপারজিত রইলেন। লড়াইয়েও বড় রানের লক্ষ্য দিতে ব্যর্থ হল টিম ইন্ডিয়া।

আরও পড়ুন- বিরল পিচ-রহস্যে দুলছে টেস্টের ভাগ্য

অস্ট্রেলিয়াকে জিততে হলে করতে হবে ১৮৮। কোহালির ভরসা এখন অশ্বিন, জাডেজারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন