মেসির গোল খাওয়া ১৬০ গোলকিপার এবার খাবেন ৬৪৪ বোতল বিয়ার

ভ্যালেন্সিয়ার প্রাক্তন গোলকিপার দিয়েগো আলভেস সবথেকে বেশি বোতল পাবেন। মেসি তাঁর বিরুদ্ধে ১৯ বার গোল করেছেন। রিয়াল মাদ্রিদের প্রাক্তনী ইকের ক্যাসিয়াস তালিকায় দ্বিতীয় স্থানে থাকবেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০ ১৯:৪১
Share:

পেলের রেকর্ড ভেঙেছেন মেসি। ছবি রয়টার্স

মেসি ১৬০ জন গোলকিপারকে পরাস্ত করে রেকর্ড ৬৪৪টি গোল করেছিলেন। একটি ক্লাবের হয়ে সর্বাধিক গোল করার ক্ষেত্রে ভেঙেছেন পেলের রেকর্ড। সেই খুশিতে ওই ১৬০ জন গোলকিপারকে ৬৪৪টি বিয়ারের বোতল পাঠানো হচ্ছে।

Advertisement

অভিনব এই সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার বিয়ার কোম্পানি বাডওয়েজার। মেসি যাঁদের যতবার টপকে গোল করেছেন, তাঁদের ততগুলি বিয়ারের বোতল পাঠানো হবে। প্রতিটি বোতলের গায়ের স্টিকারেও থাকছে অভিনবত্ব। ওই গোলের পর মেসি যে সেলিব্রেশন করেছেন, স্টিকারে থাকবে সেই ছবি।

ভ্যালেন্সিয়ার প্রাক্তন গোলকিপার দিয়েগো আলভেস সবথেকে বেশি বোতল পাবেন। মেসি তাঁর বিরুদ্ধে ১৯ বার গোল করেছেন। রিয়াল মাদ্রিদের প্রাক্তনী ইকের ক্য়াসিয়াস তালিকায় দ্বিতীয় স্থানে থাকবেন। তিনি ১৭টি গোল খেয়েছেন মেসির কাছে। এভাবেই একে একে প্রতিটি গোলকিপারে কাছে পৌঁছে যাবে বিয়ারের বোতল।

Advertisement

আরও খবর: ইস্টবেঙ্গল কোচ ফাওলারের মুখে সেই তিন পয়েন্টের গল্প

আরও খবর: খেলার মাঠে ব্রাত্য খেলোয়াড়রাই, জ্বলজ্বল করছে শুধু নেতাদের নাম

রেকর্ডের পরেই আবেগঘন পোস্ট করে মেসি টুইটারে লিখেছিলেন, ‘‘ফুটবল খেলা শুরু করার পর কখনও ভাবিনি কোনও রেকর্ড ভাঙতে পারব। বিশেষত এই রেকর্ড, যেটা পেলের ছিল। যাঁরা এত বছর ধরে আমার পাশে থেকেছেন, সেই সমস্ত ফুটবলার, কোচ এবং পরিবারকে ধন্যবাদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement