পোগবাকে নিয়ে অস্বস্তি অব্যাহত

ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)-এ টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে ম্যাচের ৬৬ মিনিটে পোগবাকে তুলে নেন জোসে মোরিনহো। পরের তিনটি ম্যাচেও ফরাসি মিডফিল্ডারকে প্রথম একাদশে রাখেননি তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:৪৬
Share:

মহড়া: চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে সেভিয়ার বিরুদ্ধে ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়লেন পল পোগবা। তবে তাঁর মাঠে নামা নিয়ে সংশয় থাকছেই। ছবি: রয়টার্স।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সব চেয়ে দামি ফুটবলার তিনি। অথচ ফেব্রুয়ারি মাসে একটা ম্যাচও পুরো ৯০ মিনিট খেলেননি! তিনি— পল পোগবা।

Advertisement

ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)-এ টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে ম্যাচের ৬৬ মিনিটে পোগবাকে তুলে নেন জোসে মোরিনহো। পরের তিনটি ম্যাচেও ফরাসি মিডফিল্ডারকে প্রথম একাদশে রাখেননি তিনি। পোগবার পারফরম্যান্সের সমালোচনা করেও ‘দ্য স্পেশ্যাল ওয়ান’ দাবি করেছিলেন, পোগবার সঙ্গে তাঁর কোনও সংঘাত নেই। তাতেও অবশ্য জল্পনা বন্ধ হয়নি। ম্যান ইউনাইটেড অন্দরমহলে বাড়তে থাকা অস্বস্তির মধ্যেই চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে সেভিয়ার বিরুদ্ধে ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়লেন পোগবা। তাতেও অবশ্য সেভিয়ার বিরুদ্ধে পোগবা-র খেলা নিয়ে সংশয় কাটছে না। সাংবাদিক বৈঠকে মোরিনহো বলেছেন, ‘‘পল পোগবার ব্যাপারে আমি কিছু জানি না!’’

দীর্ঘদিন পরে চোট সারিয়ে মাঠে ফিরেছেন আর এক তারকা জ্লাটান ইব্রাহিমোভিচ-ও। সেভিয়ার বিরুদ্ধে মোরিনহোর ভাবনায় নেই সুইডিশ তারকা। ম্যান ইউনাইটেড ম্যানেজার বলেছেন, ‘‘শুধু ইব্রাহিমোভিচ নয়, মার্কোস রোহো, এরিক বেইলি, মারুয়ান ফেলাইনিরও এই ম্যাচে খেলার সম্ভাবনা নেই।’’

Advertisement

চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার মুখোমুখি হচ্ছে ম্যান ইউনাইটেড ও সেভিয়া। তবে মোরিনহোর কাছে সেভিয়া একেবারেই অপরিচিত নয়। রিয়াল মাদ্রিদের ম্যানেজার থাকার সময় আটটি ম্যাচের মধ্যে সাতটিতেই জিতেছেন তিনি। হেরেছেন মাত্র একটি ম্যাচ। তা সত্ত্বেও ম্যান ইউনাইটেডের ম্যানেজার হিসেবে সেভিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে সতর্ক ‘দ্য স্পেশ্যাল ওয়ান’। তিনি বলেছেন, ‘‘চ্যাম্পিয়ন্স লিগে কোনও দলই দুর্বল নয়। তাই সেভিয়াকে একেবারেই হাল্কা ভাবে নিচ্ছি না।’’ ম্যান ইউনাইটেড মিডফিল্ডার নেমানইয়া মাতিচ বলেছেন, ‘‘সেভিয়া ভাল দল। বিশেষ করে যখন ওরা ঘরের মাঠে খেলবে। কিন্তু আমরাও পুরোপুরি তৈরি।’’

চ্যাম্পিয়ন্স লিগ:

সেভিয়া বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (রাত ১.১৫, সোনি টেন টু এইচডি ও এসডি চ্যানেলে)।

শাকতার ডনেস্ক বনাম রোমা (রাত ১.১৫, সোনি সিক্স এইচডি ও এসডি চ্যানেলে)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন