Khelo India: খেলো ইন্ডিয়া: সোনা বাংলার মেয়ে অরণ্যার

আর্টিস্টিক পেয়ার ইভেন্টে ১০টি আসন করে রুপো পেয়েছে নবদ্বীপের অভ্রজিৎ সাহা, গুপ্তিপাড়ার সায়ন দেবনাথ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুন ২০২২ ০৮:৩২
Share:

সফল: খেলো ইন্ডিয়া গেমসে সোনাজয়ী অরণ্যা। নিজস্ব চিত্র

‘খেলো ইন্ডিয়া যুব গেমস’-য়ে যোগাসন বিভাগে সোনা জিতেছে পূর্ব মেদিনীপুরের মেয়ে অরণ্যা হুতাইত। বাড়ি তমলুক ব্লকের উত্তর নারিকেলদা গ্রামে।

Advertisement

৪ জুন থেকে হরিয়ানার পঞ্চকুলায় শুরু হয়েছে খেলো ইন্ডিয়ার বিভিন্ন বিভাগের প্রতিযোগিতা। বাংলা থেকে সাত জনের দল যোগাসন বিভাগে অংশ নিয়েছিল। অরণ্যা ৯-১৮ বছরের ট্র্যাডিশনাল যোগাসনে যোগ দেয়। এই বিভাগে মোট ১০ জন প্রতিযোগী ছিল। ফাইনাল রাউন্ডে ২টি কম্পালসারি ও ৫ টি অপশনাল আসন করে প্রথম হয়েছে পঞ্চম শ্রেণির ছাত্রী অরণ্যা। ছেলেদের এই ইভেন্টে দ্বিতীয় হয়েছে কালনার রাজদীপ দালাল। আর্টিস্টিক পেয়ার ইভেন্টে ১০টি আসন করে রুপো পেয়েছে নবদ্বীপের অভ্রজিৎ সাহা, গুপ্তিপাড়ার সায়ন দেবনাথ। এ ছাড়া, আর্টিস্টিক বিভাগে দলগত ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছে বাংলার ৫ জনের দল। যোগাসন প্রতিযোগিতায় ছেলে ও মেয়ে দু’টি বিভাগেই তৃতীয় হয়েছে বাংলা।

রাজ্য দলের কোচ স্বপ্না পাল হরিয়ানা থেকে ফোনে বলেন, ‘‘প্রথমবার খেলো ইন্ডিয়ার মঞ্চে জায়গা পেয়ে ভাল ফল করেছে ছেলে-মেয়েরা। আশা করি ভবিষ্যতে ওরা আরও ভাল ফল করবে।’’ উচ্ছ্বসিত অরণ্যাও। ফোনে সে বলে, ‘‘এত বড় জায়গায় প্রথম হয়ে খুবইভাল লাগছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement