Sports News

এক ঝলকই দেখা গেল জাডেজার ক্রিকেট বাংলোর

সম্প্রতি লিমিটেড ওভারের ক্রিকেটে তেমনভাবে জায়গা পাচ্ছেন না তিনি। যদিও টেস্ট দলের তিনি বড় সম্পদ। অবসর সময়ে কিছুদিন আগেই খেলেছেন, ইন্টার-ডিস্ট্রিক্ট। যেখানে জামনগর জেলার হয়ে ছয় ছক্কাও হাঁকিয়েছেন এক ওভারে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৭ ১৯:০৪
Share:

নতুন বাড়ির সামনে রবীন্দ্র জাডেজা। ছবি: জাডেজার টুইট।

এই মুহূর্তে তিনি বেশ ঝাড়া হাত-পা। ২০ ডিসেম্বর থেকে টি২০ সিরিজ। যেখানে নেই তিনি। যদিও দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতি তো চলছেই। তার মধ্যেই অবসরে চলছে নিজের নতুন বাড়ির কাজ। জাডেজার ক্রিকেট বাংলোর একঝলক দেখা গেল তাঁর ইনস্টাগ্রাম পোস্টে।

Advertisement

বিরাট কাঠের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন রবীন্দ্র জাডেজা। আর সেই ছবির নিচে ক্যাপশনে লেখা, ‘‘ক্রিকেট বাংলো তৈরি চলছে।’’ সঙ্গে হ্যাশ ট্যাগ, ‘হোমসুইটহোম’, ‘পিস’, ‘রাজপুতবয়’।

সম্প্রতি লিমিটেড ওভারের ক্রিকেটে তেমনভাবে জায়গা পাচ্ছেন না তিনি। যদিও টেস্ট দলের তিনি বড় সম্পদ। অবসর সময়ে কিছুদিন আগেই খেলেছেন, ইন্টার-ডিস্ট্রিক্ট। যেখানে জামনগর জেলার হয়ে ছয় ছক্কাও হাঁকিয়েছেন এক ওভারে। মাত্র ৬৯ বলে তাঁর ব্যাট থেকে এসেছে ১৫৪ রান।

Advertisement

আরও পড়ুন

রুটকে ট্রোল করে সমর্থকদের রোষে কেভিন পিটারসন

“ ” 🏠😜

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement