ইপিএল: শনিবারের ম্যাচের গাইড

চেলসি চোট-আঘাতে তো ভুগছেই, দেখে মনে হচ্ছে গতবার ইপিএল জয়ের দুরন্ত ফর্মের ধারেকাছেও নেই কন্তের দল। বিশেষ ভাবে নজর থাকবে ওয়াফোর্ডের ট্রয় ডিনির উপর।

Advertisement
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৭ ০৪:৩৩
Share:

চেলসি বনাম ওয়াটফোর্ড

Advertisement

হেলাফেলা করতে পারবেন না আন্তোনিও কন্তে। আর্সেনালকে হারিয়েছে ওয়াটফোর্ড। গত সপ্তাহে আবার চেলসি হেরেছে ক্রিস্টাল প্যালেসে। চ্যাম্পিয়ন্স লিগে দু’গোলে এগিয়ে থেকেও ৩-৩ ড্র করেছে রোমার বিরুদ্ধে। কন্তে নিজেই বলছেন, ‘‘আমাদের নিজস্ব ফুটবল স্টাইলটাই ভুলে গিয়েছি।’’ এই অবস্থায় ওয়াটফোর্ড গাঁট হতেই পারে। চেলসি চোট-আঘাতে তো ভুগছেই, দেখে মনে হচ্ছে গতবার ইপিএল জয়ের দুরন্ত ফর্মের ধারেকাছেও নেই কন্তের দল। বিশেষ ভাবে নজর থাকবে ওয়াফোর্ডের ট্রয় ডিনির উপর। ওয়েঙ্গারের দলকে হারিয়ে ডিনি কটাক্ষ করেছিলেন, আর্সেনাল ন্যাতানো একটা দল। পরিবর্ত হিসেবে নেমে তিনিই শেষ করে দিয়েছিলেন আর্সেনালকে।

• ম্যাচ শুরু: বিকেল ৫.৩০।

Advertisement

ম্যান সিটি বনাম বার্নলি:

একটা দল গোলের ঝড় তুলেছে। আর একটা দল সব চেয়ে কম গোল খেয়েছে। দু’দল আজ ইপিএলে মুখোমুখি। বার্নলি এখনও পর্যন্ত মাত্র ৬টি গোল খেয়েছে। কিন্তু এতিহাদে পেপ গুয়ার্দিওলার দলের বিরুদ্ধে তারা এই রেকর্ড ধরে রাখার ব্যাপারে বিশাল পরীক্ষার সামনে পড়বে। বিশেষ করে পেপের দল যেরকম ফর্মে রয়েছে। বার্সেলোনার সেই সুন্দর ফুটবল পেপ ইপিএলে তুলে আনতে পেরেছেন বলে ইতিমধ্যেই মন্তব্য করেছেন অনেকে। কোনও সন্দেহ নেই, এই মুহূর্তে সব চেয়ে বেশি করে লোক দেখতে চাইছে ম্যান সিটির খেলা। লিগের শীর্ষে তো তারা আছেই, সব চেয়ে বেশি গোলও করেছেন (৮ ম্যাচে ২৯ গোল) কেভিন দ্য ব্রুইনরা।

• ম্যাচ শুরু: সন্ধে ৭.৩০।

ম্যান ইউ বনাম হাডার্সফিল্ড:

দ্বিতীয় বছরটা ভাল শুরু করলেও শেষ সপ্তাহটা মোটেও ভাল যায়নি জোসে মোরিনহোর। লিভারপুলের বিরুদ্ধে ড্র করার পরে তাঁর র“ণাত্মক রণনীতি ভীষণ ভাবেই সমালোচিত হয়েছে। ভক্তরাও প্রশ্ন তুলতে শুরু করেছে কারণ অন্য ম্যাঞ্চেস্টার চোখ ধাঁধানো ফুটবল খেলছে। হাডার্সফিল্ড ছয় গোল খেয়েছে টটেনহ্যামের বিরুদ্ধে। তাই ম্যান ইউ ভক্তরা আশা করবেন, মোরিনহো তাঁর স্বমেজাজে ফিরবেন এই ম্যাচটায়। এই মুহূর্তে লিগ টেবলে দুই নম্বরে রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। লিগ জয়ের রাস্তায় যদি ম্যাঞ্চেস্টার সিটিকে প্রতিদ্বন্দ্বিতায় ফেলতে হয়, অপেক্ষাকৃত দুর্বল হাডার্সফিল্ডকে বড় ব্যবধানে হারাতে হবে।

• ম্যাচ শুরু: সন্ধে ৭.৩০।

শনিবারের অন্যান্য ম্যাচ: নিউ ক্যাসল বনাম ক্রিস্টাল প্যালেস, স্টোক সিটি বনাম এএফসি বোর্নমুথ, সোয়ানসি সিটি বনাম লেস্টার সিটি, সাউদাম্পটন বনাম ওয়েস্ট ব্রমউইচ।

(স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান, স্টার স্পোর্টস সিলেক্ট এইচ ডি ওয়ান চ্যানেলে দেখা যাবে ম্যাচ)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন