Indian

পৃথ্বীর চেয়েও কম বয়সে টেস্ট অভিষেক হয়েছিল এই ভারতীয় ক্রিকেটারদের

ভারতীয় ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ওপেনার হিসেবে টেস্ট অভিষেক হল পৃথ্বী শয়ের। সর্বকনিষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক ঘটেছিল সচিন তেন্ডুলকরের। এই তালিকায় পৃথ্বীর আগে রয়েছেন ১২জন ভারতীয় ক্রিকেটার। তালিকার দিকে এক বার চোখ বুলিয়ে নেওয়া যাক।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৮ ০৯:০০
Share:
০১ ১৪

ভারতীয় ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ওপেনার হিসেবে টেস্ট অভিষেক হল পৃথ্বী শয়ের। সর্বকনিষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক ঘটেছিল সচিন তেন্ডুলকরের। এই তালিকায় পৃথ্বীর আগে রয়েছেন ১২জন ভারতীয় ক্রিকেটার। তালিকার দিকে এক বার চোখ বুলিয়ে নেওয়া যাক।

০২ ১৪

সচিন তেন্ডুলকর: ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম বয়সে টেস্ট অভিষেক হয় সচিন তেন্ডুলকরের। ১৬ বছর ২০৫ দিনে প্রথম টেস্ট খেলেছিলেন সচিন। ১৯৮৯ সালের ১৫ নভেম্বর করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে। প্রথম ইনিংসে ১৫ রান করেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ পাননি। কেরিয়ারে দুশোটি টেস্ট খেলেন।

Advertisement
০৩ ১৪

পীযূষ চাওলা: ২০০৬ সালের ৯ মার্চ, মোহালিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক। তখন বয়স ছিল ১৭ বছর ৭৫ দিন। প্রথম ইনিংসে ৪৫ রান দিয়ে কোনও উইকেট পাননি, দ্বিতীয় ইনিংসে আট রান দিয়ে এক উইকেট পান। খেলেছেন তিনটি টেস্ট।

০৪ ১৪

এল শিবরামকৃষ্ণণ: ১৯৮৩-এর ২৮ এপ্রিল মাত্র ১৭ বছর ১১৮ দিনে টেস্ট অভিষেক। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেন্ট জোন্সে। প্রথম ইনিংসে ৯৫ রান দিয়ে কোনও উইকেট পাননি, দ্বিতীয় ইনিংসে বল করার সুযোগ পাননি। খেলেছেন নয়টি টেস্ট।

০৫ ১৪

পার্থিব পটেল: মাত্র ১৭ বছর ১৫২ দিনে ইংল্যান্ডের বিরুদ্ধে নটিংহ্যামে প্রথম টেস্ট। ২০০২ সালের ৮ অগস্ট ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে শূন্য এবং দ্বিতীয় ইনিংসে ১৯ রানে অপরাজিত ছিলেন। খেলেছেন ২৫টি টেস্ট।

০৬ ১৪

মনিন্দর সিংহ: পাকিস্তানের বিরুদ্ধে করাচিতে ১৯৮২ সালের ২৩ ডিসেম্বর টেস্ট অভিষেক। তখন বয়স ১৭ বছর ১৯৩ দিন। প্রথম ইনিংসে ৬৭ রান দিলেও উইকেট পাননি।দ্বিতীয় ইনিংসে বল করার সুযোগ মেলেনি। মোট খেলেছেন ৩৫টি ম্যাচ।

০৭ ১৪

বিজয় মেহরা: ১৯৯৫ সালের ২ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৭ বছর ২৬৫ দিনে টেস্ট অভিষেক ঘটেছিল বিজয় মেহরার। মুম্বইয়ে সে দিন প্রথম ইনিংসে ১০ রান করেন, দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ পাননি। খেলেছেন আটটি টেস্ট।

০৮ ১৪

হরভজন সিংহ: মাত্র ১৭ বছর ২৬৫ দিনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেঙ্গালুরুতে টেস্ট অভিষেক। ১৯৯৮ সালের ২৫ মার্চের সেই অভিষেক ম্যাচে প্রথম ইনিংসে ১১২ রানে দুই উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে ২৪ রান দিলেও কোনও উইকেট পাননি। খেলেছেন ১০৩টি টেস্ট।

০৯ ১৪

এজি মিলখা সিংহ: ১৯৬০ সালের ১৩ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইতে প্রথম ম্যাচ। ১৮ বছর ১৩ দিনে খেলা প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ১৬ এবং দ্বিতীয় ইনিংসে ৯ রান করেন। খেলেছেন মাত্র চারটি টেস্ট।

১০ ১৪

বিএস চন্দ্রশেখর: ৫৮টি টেস্ট খেলা চন্দ্রশেখরের প্রথম ম্যাচ ১৮ বছর ২৪৯ দিনে। ১৯৬৪ সালের ২১ জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে মুম্বইয়ে সে দিন প্রথম ইনিংসে ৬৭ রানে চার উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৪০ রানে এক উইকেট পান।

১১ ১৪

ইশান্ত শর্মা: বর্তমান ভারতীয় দলের এই পেসারটি এখনও পর্যন্ত খেলেছেন ৮৭ টি ম্যাচ। প্রথম খেলেছিলেন ২০০৭ সালের ২৫ মে, বাংলাদেশের বিরুদ্ধে ঢাকায়। বয়স তখন ১৮ বছর ২৬৫ দিন। প্রথম ইনিংসে ১৯ রানে এক উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে উইকেট পাননি।

১২ ১৪

রবি শাস্ত্রী: ভারতের বর্তমান কোচের টেস্ট অভিষেক হয়েছিল ১৯৮১ সালের ২১ ফেব্রুয়ারি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটনে, মাত্র ১৮ বছর ২৭০ দিনে। প্রথম ইনিংসে ব্যাটে ৩ রান করেন। ৫৪ রানে তিন উইকেটও পান। দ্বিতীয় ইনিংসে ১৯ রান এবং নয় রানে তিন উইকেট পান। খেলেছেন মোট ৮০টি টেস্ট।

১৩ ১৪

চেতন শর্মা: ১৯৮৪ সালের ১৭ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে লহৌরে টেস্ট অভিষেক। বয়স তখন ১৮ বছর ২৮৮ দিন। প্রথম ইনিংসে ৯৪ রানে তিন উইকেট পেলেও, দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ আসেনি। খেলেছেন মোট ২৩টি টেস্ট।

১৪ ১৪

পৃথ্বী শ: তালিকায় নয়া সংযোজন পৃথ্বী। এখন বয়স ১৮ বছর ৩২৯ দিন। প্রথম ম্যাচ খেলছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রাজকোটে। সর্বকনিষ্ঠ ভারতীয় হিসাবে শতরানও করে ফেলেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement