Cricket

বিশ্বকাপে আক্রমের অধিনায়কত্ব নিয়ে বিস্ফোরক অভিযোগ আমির সোহেলের

১৯৯২ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর পাকিস্তান আর বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেনি। এর জন্য সোহেল দায়ী করেছেন আক্রমকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ মে ২০২০ ১২:০২
Share:

ক্রিকেট ছেড়ে দিলেও আক্রমের প্রতি ক্ষোভ যায়নি সোহেলের। —ফাইল চিত্র।

ওয়াসিম আক্রমের বিরুদ্ধে বড়সড় অভিযোগ আনলেন প্রাক্তন পাক ওপেনার আমির সোহেল।

Advertisement

১৯৯২ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর পাকিস্তান আর বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেনি। এর জন্য সোহেল দায়ী করেছেন আক্রমকে। প্রাক্তন বাঁহাতি ওপেনারের এ হেন অভিযোগের পর আক্রম জানিয়েছেন, এই ধরনের মন্তব্যে তিনি ব্যথিত।

সোহেল এর আগেও আক্রমকে বিঁধেছিলেন। ১৯৯৬ বিশ্বকাপে ভারতের কাছে হারের পরে প্রাক্তন বাঁহাতি ওপেনার জানিয়েছিলেন, টস করতে যাওয়ার আগে আক্রম এসে তাঁকে বলেছিলেন, ভারত-পাক ম্যাচে নামতে পারবেন না তিনি।

Advertisement

আরও পড়ুন: ভারত-সহ যে কোনও দেশের পেসারদের কোচিংয়ে আগ্রহ প্রকাশ প্রাক্তন পাক তারকার​

বেঙ্গালুরুর সেই কোয়ার্টার ফাইনালের পরে কেটে গিয়েছে অনেক বছর। দুই ক্রিকেটারই অবসর নিয়েছেন। আক্রমের উপরে ক্ষোভ এখনও কমেনি সোহেলের। সম্প্রতি তিনি বলেছেন, ‘‘১৯৯২ সালের বিশ্বকাপ বাদ দিলে, ২০০৩ বিশ্বকাপ পর্যন্ত ওয়াসিম আক্রমের নেতৃত্ব নিয়ে নাটক হত। ১৯৯৬ সালের বিশ্বকাপের কথাই ধরা যাক। ১৯৯৫ সালে রামিজ রাজাকে ক্যাপ্টেন করা হল। তার আগে সেলিম মালিক ক্যাপ্টেন ছিল। বেশ ভালই নেতৃত্ব দিচ্ছিল দলকে। আরও এক বছর যদি ক্যাপ্টেন হিসেবে থাকত সেলিম মালিক, তা হলে ওয়াসিমকে নেতৃত্বে হয়তো দেখাই যেত না।’’

সোহেল আরও বলেন, ‘‘২০০৩ সালের বিশ্বকাপ পর্যন্ত প্রতি বারই একই ছবি। প্রতি বার বিশ্বকাপের আগে ক্যাপ্টেন সরানো হত আর ওয়াসিমকে ক্যাপ্টেন করে পাঠানো হত বিশ্বকাপে।’’

আরও পড়ুন: দুশ্চিন্তা মাথায় নিয়েই ঘরবন্দি ময়দান মজেছে আঁকা-গান-রান্নায়

সোহেলের মতে ক্যাপ্টেন্সি নিয়ে এই নাটকের জন্যই পাকিস্তান আর বিশ্বকাপ জিততে পারেনি। প্রাক্তন বাঁ হাতি ওপেনারের এমন অভিযোগের পরে আক্রম বলেছেন, ‘‘আমার সম্পর্কে এ রকম নেতিবাচক মন্তব্য শুনলে আমি হতাশ হয়ে পড়ি। আমি ১৭ বছর আগে ক্রিকেট ছেড়েছি। কিন্তু নিজেদের স্বার্থের জন্য মানুষ এখনও আমার নামে অভিযোগ করে চলেছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement