চোটের জন্য এবি নেই পিএসএলে

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৯ ০৪:৫৪
Share:

পিঠের চোটের জন্য পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আর খেলতে পারবেন না এ বি ডিভিলিয়ার্স।

পিঠের চোটের জন্য পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আর খেলতে পারবেন না এ বি ডিভিলিয়ার্স। পিএসএল দল লাহৌর কলন্দরসের হয়ে ন’টি ম্যাচে খেলার কথা ছিল দক্ষিণ আফ্রিকার তারকার। যার মধ্যে সাতটি ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহিতে এবং দুটি ম্যাচ লাহৌরে খেলবেন তিনি বলে ঠিক ছিল। কিন্তু আচমকা চোট সেই পরিকল্পনা ভেস্তে দিল। ফলে ডিভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছেন।

Advertisement

ডিভিলিয়ার্স বিবৃতিতে জানিয়েছেন, ‘‘পাকিস্তানের ক্রিকেট ভক্তদের সামনে খেলতে পারব না বলে খুব খারাপ লাগছে। চিকিৎসকের সঙ্গে আমি দেখা করেছি। তিনি দু’সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। দুর্ভাগ্যবশত তার ফলে করাচিতে ম্যাচ খেলতে পারব না।’’ তিনি আরও জানিয়েছেনে, ‘‘আশা করি আগামী মরসুমে পাকিস্তান সুপার লিগে খেলতে পারব। আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পথে নিজের ভূমিকা পালন করতে পারব। লাহৌর কলন্দরসকে পূর্ণ সমর্থন করছি যাতে তারা এ বার ট্রফি জিততে পারে।’’ ডিভিলিয়ার্সের দল কলন্দরস এই মুহূর্তে পয়েন্ট টেবলে চার নম্বরে রয়েছে। সাত ম্যাচের মধ্যে তারা জিতেছে তিনটিতে।

এ বারের পাকিস্তান সুপার লিগে সংযুক্ত আমিরশাহি পর্বের খেলা শেষ হবে ৫ মার্চ। এর পরে করাচিতে গ্রুপ পর্বের চারটি ম্যাচ, কোয়ালিফায়ার্স এবং ফাইনাল হবে। করাচি পর্বের খেলা শুরু হবে ৯ মার্চ। প্রথমে ঠিক ছিল পাকিস্তান পর্বের খেলা লাহৌর এবং করাচি দুটি জায়গায় ভাগ করে হবে। কিন্তু পরে সব ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হয় করাচিতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement