Abhishek Banerjee

Abhishek Banerjee-Jay Shah: পাক-জয়ের পর জাতীয় পতাকা নিতে ‘অস্বীকার’ জয় শাহের! ‘ভণ্ডামি’ নিয়ে খোঁচা অভিষেকের

নেটপাড়া উত্তাল আলোচনা ও সমালোচনায়। জয়ের বিতর্কিত ভিডিয়ো পোস্ট করে অভিষেকের কটাক্ষ, ‘অমিতব্যয়ী রাজপুত্র জাতীয় গর্বের কথা জানেন না।’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২২ ১২:২৬
Share:

জয়ের ভাইরাল ভিডিয়ো শেয়ার করে কটাক্ষ অভিষেকের। ছবি: টুইটার।

গ্যালারিতে টানটান উত্তেজনা। তিন বলে বাকি ছয় রান। পাকিস্তানের বাঁ-হাতি স্পিনার মহম্মদ নওয়াজের চতুর্থ বল হেলায় গ্যালারিতে ফেললেন হার্দিক পাণ্ড্য। মুহূর্তে গ্যালারি জুড়ে শুরু হল উচ্ছ্বাস। চার দিকে তিরঙ্গা উড়ছে। পাণ্ড্য ও দীনেশ কার্তিকের দিক থেকে মুহূর্তের জন্য ক্যামেরা ঘুরল বিসিসিআই বোর্ড সচিব জয় শাহের দিকে। সেখানে কয়েক সেকেন্ডের যে ছবি ধরা পড়ল তা নিয়ে চলছে জোর বিতর্ক (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। এ বার তাতে যোগ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

এশিয়া ক্যাপে ভারত-পাক ম্যাচের শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্রের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে সরব হয়েছেন বিরোধী নেতারা। নেটপাড়া উত্তাল আলোচনা ও সমালোচনায়। ওই বিতর্কিত ভিডিয়ো পোস্ট করে অভিষেকের কটাক্ষ, ‘অমিতব্যয়ী রাজপুত্র জাতীয় গর্বের কথা জানেন না।’

সোমবার টুইটারে অভিষেক লেখেন, ‘জয় শাহের এই জাতীয় পতাকা ধারণ করতে না চাওয়া আসলে শাসক গোষ্ঠীর (পড়ুন বিজেপি) বৃহত্তর ভণ্ডামির লক্ষণ।’ তাঁর সংযোজন, ‘ওঁরা নাটকে মত্ত থাকেন। কিন্তু মূল্যবোধের বড়ই অভাব। জুমলার সব সীমা অতিক্রম করেছেন। দেশপ্রেমেরও ভীষণ অভাব।’

Advertisement

অভিষেকের শেয়ার করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, ভারত-পাক ম্যাচের জয়ে হাততালি দিচ্ছেন জয়। সে সময় পাশে দাঁড়ানো এক ব্যক্তি তাঁর দিকে জাতীয় পতাকা বাড়িয়ে দেন। কিন্তু জয় নেতিবাচক ভাবে মাথা দোলান। ওই ভাইরাল ভিডিয়োকে হাতিয়ার করে বিজেপিকে আক্রমণ শানাচ্ছেন বিরোধীরা। কে চন্দ্রশেখর রাওয়ের দল টিআরএসের কটাক্ষ, ‘জয় শাহের মধ্যে মনে হয়, তাঁর পূর্বপুরুষ আরএসএসের শক্তিশালী প্রভাব রয়েছে।’

কংগ্রেসের প্রশ্ন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের জাতীয় পতাকা হাতে নিতে আপত্তি কীসের? তবে এ নিয়ে জয়ের তরফে কোনও বিবৃতি বা প্রতিক্রিয়া এখনও আসেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন