Brian Larar

লারা-সচিন সেরা, মত ওয়ার্নের

টেস্টে ৭০৮ উইকেটের মালিক ওয়ার্নের প্রশ্ন, ‘‘আমাদের তিন জনকে মাঠে লড়াই করতে দেখতে আপনাদের ভাল লাগত?’’ 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২০ ০৩:৩৫
Share:

ফাইল চিত্র।

তাঁর দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেটজীবনে অনেক কিংবদন্তি ব্যাটসম্যানের সঙ্গে খেলেছেন। বা বল করেছেন তাঁদের বিরুদ্ধে। সেই লম্বা তালিকা থেকে দু’জন সেরা ব্যাটসম্যানকে বেছে নিলেন শেন ওয়ার্ন। স্পিন-কিংবদন্তির বাছা এই দুই ব্যাটসম্যান হলেন সচিন তেন্ডুলকর এবং ব্রায়ান লারা।

Advertisement

বুধবার সচিন এবং লারার সঙ্গে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ওয়ার্ন লিখেছেন, ‘‘আমি যাদের সঙ্গে বা যাদের বিরুদ্ধে খেলেছি, তাদের মধ্যে এই দুই ব্যাটসম্যানকে নিঃসন্দেহে সেরা বলা যায়। আমার প্রজন্মের (১৯৮৯-২০১৩) সেরা দুই ব্যাটসম্যান হল সচিন তেন্ডুলকর এবং ব্রায়ান লারা।’’ পাকিস্তানের বিরুদ্ধে ১৯৮৯ সালে অভিষেক হওয়ার পরে ২০০ টেস্ট খেলেন সচিন। রয়েছে ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরির কীর্তি। লারা একমাত্র ব্যাটসম্যান যাঁর টেস্টে ৪০০ আছে। টেস্টে ৭০৮ উইকেটের মালিক ওয়ার্নের প্রশ্ন, ‘‘আমাদের তিন জনকে মাঠে লড়াই করতে দেখতে আপনাদের ভাল লাগত?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন