ATK Mohunbagan

এএফসি কাপে সহজ গ্রুপেই এটিকে মোহনবাগান, খেলতে হতে পারে সুনীল ছেত্রীদের বিপক্ষেও

আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে গ্রুপ ডি-র খেলা। কোভিডের কারণে এবার একটি কেন্দ্রেই খেলাগুলি হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২১ ১৮:৫৮
Share:

ডেভিড, কৃষ্ণরা খেলবেন বসুন্ধরা, মাজিয়ার বিরুদ্ধে। ছবি টুইটার

এএফসি কাপে মোটামুটি ভাবে সহজ গ্রুপেই পড়ল এটিকে মোহনবাগান। গ্রুপ ডি-তে তারা খেলবে বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং মলদ্বীপের মাজিয়া ক্লাবের বিরুদ্ধে। টুর্নামেন্টের চতুর্থ দলকে আসতে হবে যোগ্যতা অর্জনকারী প্লে-অফে জিতে। সব ঠিকঠাক এগোলে সেই শূন্যস্থান পূরণ করার কথা সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি-র।

Advertisement

আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে গ্রুপ ডি-র খেলা। কোভিডের কারণে এবার একটি কেন্দ্রেই খেলাগুলি হবে। গতবার কোভিডের কারণেই বাতিল হয়ে গিয়েছিল টুর্নামেন্ট। এবার সাবধানতা অবলম্বন করে জৈব সুরক্ষা বলয়ে ম্যাচ হওয়ার কথা।

ভারতের অপর ক্লাব এফসি গোয়া ইতিহাস তৈরি করল। প্রথম ভারতীয় ক্লাব হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করল তারা। গ্রুপ ই-তে তারা খেলবে ইরানের ঐতিহ্যশালী ক্লাব পার্সেপোলিস এবং কাতারের আল-রায়ানের বিপক্ষে। গতবার আইএসএলে লিগ পর্বে সবার আগে শেষ করার কারণেই চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়েছে এফসি গোয়া।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন