গ্লেনের গোলে ড্র মোহনবাগানের, বাঁচালেন অর্ণব

আই লিগে পয়েন্ট নষ্টের পর এবার এএফসি কাপেও পয়েন্ট নষ্ট করল মোহনবাগান। এএফসি কাপের অ্যাওয়ে ম্যাচে ইয়ংগনের মাটিতে ইয়ংগন এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল মোহনবাগান। বুধবার প্রথমে ইয়ংগন ইউনাইটেড গোল করে এগিয়ে যায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৬ ১৮:০৫
Share:

ইয়ংগন ইউনাইটেড ১ (আদিলসন)

Advertisement

মোহনবাগান ১ (গ্লেন)

আই লিগে পয়েন্ট নষ্টের পর এবার এএফসি কাপেও পয়েন্ট নষ্ট করল মোহনবাগান। এএফসি কাপের অ্যাওয়ে ম্যাচে ইয়ংগনের মাটিতে ইয়ংগন এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল মোহনবাগান। বুধবার প্রথমে ইয়ংগন ইউনাইটেড গোল করে এগিয়ে যায়। ২৬ মিনিটে আদিলসন স্যান্টোস ও কোকো নিজেদের মধ্যে পাস খেলে বক্সের মধ্যে ক্রস তোলেন কোকো। সামনেই ছিলেন লুসিয়ানো সাব্রোসা। কিন্তু আদিলসনের গতির কাছে হার মানেন তিনি। সহজেই বল মোহনবাগানের গোলে পাঠিয়ে এগিয়ে যায় ইয়ংগন ইউনাইটেড। এর আগেই আদিলসনের ২৩গজ দূর থেকে নেওয়া শট অল্পের জন্য বেড়িয়ে গিয়েছে বারের উপর দিয়ে। এর পর প্রায় নিজের জালেই বল জড়িয়ে ফেলেছিলেন ধনাচন্দ্রা সিংহ। শেষ পর্যন্ত অবশ্য তেমন কিছু হয়নি।

Advertisement

প্রথমার্ধের শেষেই সমতায় ফেরে মোহনবাগান। ৪২ মিনিটে গোল করেন কর্নেল গোল। কর্নেল গ্লেনকে লক্ষ্য করে ক্রস তুলেছিলেন লেনি রডরিগেজ। গ্লেনকে অফ সাইড ট্র্যাপ করতে গিয়েই ভুল করে বসে ইয়ংগন ইউনাইটেডের রক্ষণ। সেই সুযোগেই মোহনবাগানকে সমতায় ফেরান তিনি। সহজ স্কুপে রক্ষণের মাথার উপর দিয়ে হোম টিমের জালে বল পাঠান বাগান স্ট্রাইকার।

দ্বিতীয়ার্ধ যেন অনেটাই লেখা থাকল মোহনবাগান গোলরক্ষক অর্ণব দাশশর্মার নামে। নিশ্চিত গোলের সুযোগ বাঁচালেন একাধিক। দ্বিতীয়ার্ধে কোনও গোল করতে পারল না কোনও দল। ইয়ংগন ইউনাইটেডের তরফে সুযোগ তৈরি হলেও মোহনবাগান তেমন কোনও সুযোগ তৈরি করতে ব্যর্থ। তবে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষেই রয়েছে মোহনবাগান। নক-আউটে যেতে বাকি দুটো ম্যাচের মধ্যে একটা জয় এখনও দরকার মোহনবাগানের। সাউথ চায়না ও মাজিয়ার বিরুদ্ধে দুটো ম্যাচ এখনও বাকি রয়েছে মোহনবাগানের।

আরও খবর

ইস্টবেঙ্গলের নতুন কোচ সেই পুরনো মুখ!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন