শীর্ষে আফ্রিদি

টি২০-র সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় নেই কোনও ভারতীয়!

ইংল্যান্ডের বিরুদ্ধে তিন উইকেট নিয়ে টি ২০-তে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় এক নম্বরে উঠে এলেন শাহিদ আফ্রিদি। ৮৬টি ম্যাচে সমসংখ্যক উইকেট নিয়েছেন ৩৫ বছরের পাক অধিনায়ক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৫ ১৬:৪২
Share:

ইংল্যান্ডের বিরুদ্ধে তিন উইকেট নিয়ে টি ২০-তে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় এক নম্বরে উঠে এলেন শাহিদ আফ্রিদি। ৮৬টি ম্যাচে সমসংখ্যক উইকেট নিয়েছেন ৩৫ বছরের পাক অধিনায়ক।

Advertisement

দুবাইয়ের ম্যাচে আফ্রিদি প্রায় একার হাতেই জিতিয়ে দিচ্ছিলেন দলকে। বল হাতে অ্যালেক্স হেলস, জেসন রয় এবং জেমস ভিন্সের উইকেট নেওয়ার পর ব্যাট করতে নেমে তিনটি বিশাল ছক্কা-সহ ৮ বলে করেন ২৪ রান। কিন্তু শেষ রক্ষা হয়নি। পাকিস্তানকে তিন রানে হারিয়ে ম্যাচ এবং সিরিজ জেতে ইংল্যান্ড।

আফ্রিদির পরই তালিকায় আছেন আর এক পাক বোলার সইদ আজমল। তাঁর উইকেট সংখ্যা ৮৫। প্রথম দশ জনের তিন জনই পাকিস্তানের। এবং সেই তালিকায় নেই কোনও ভারতীয়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন