viral video

আচমকা দুরন্ত গতিতে ছুটতে শুরু করে দিল চলমান সিঁড়ি! কলেজের পড়ুয়াদের মধ্যে আতঙ্ক, হুড়োহুড়ি, ঢাকার ভিডিয়ো ভাইরাল

ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকা একটি চলমান সিঁড়ি বা এস্কেলেটর আচমকা দ্রুত গতিতে চলতে শুরু করে। সূত্রের খবর, চলমান সিঁড়িটিতে যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৭
Share:

ছবি: সংগৃহীত।

চলমান সিঁড়ি না ‘রোলার কোস্টার’! বাংলাদেশের ঢাকায় একটি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে হঠাৎ করে দ্রুত গতিতে চলতে শুরু করে একটি চলমান সিঁড়ি। সিঁড়িতে দাঁড়িয়ে থাকা ছাত্র-ছাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আতঙ্কে চিৎকার-চেঁচামেচি করতে শুরু করেন তাঁরা। হইচই পড়ে যায় ক্যাম্পাসে। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভিডিয়োয় দেখা গিয়েছে ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকা একটি চলমান সিঁড়ি বা এস্কেলেটর আচমকা দ্রুত গতিতে চলতে শুরু করে। সূত্রের খবর, চলমান সিঁড়িটিতে যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছিল। বেশ কয়েক জন শিক্ষার্থী ওই সময় উপস্থিত ছিলেন। ফলে চরম আতঙ্ক ও বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয় সেখানে। ভিডিয়োয় শিক্ষার্থীদের চিৎকার করতে শোনা যায়। ভারসাম্য বজায় রাখার জন্য হুড়োহুড়ি পড়ে যায় তাঁদের মধ্যে। সিঁড়িটির শেষ প্রান্তে পৌঁছোনোর সঙ্গে সঙ্গেই সেখান থেকে নেমে যাওয়ার জন্য লাফিয়ে পড়ে ছুটোছুটি করতে থাকেন ছাত্র-ছাত্রীরা।

ইনস্টাগ্রামের ‘দ্যস্কুলট্রোলস’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি ছড়িয়ে পড়ার পর হাসির ঝড় উঠেছে সমাজমাধ্যমে। অনেক নেটমাধ্যম ব্যবহারকারী প্রশ্ন তুলতে শুরু করেছেন শিক্ষাক্ষেত্রে কী ভাবে এমন কারিগরি ত্রুটি ঘটতে পারে। ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়েছেন অনেকে। বিষয়টি নিয়ে এখনও কোনও বিবৃতি জারি করেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement