হ্যাম্পশায়ারে ফিরলেন শাহিদ আফ্রিদি। ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্টের জন্য পাকিস্তানের তারকা অল-রাউন্ডারকে সই করিয়ে নিল হ্যাম্পশায়ার। ২০১৬তে এই দলের হয়েই খেলেছিলেন তিনি। তালিকার শেষ দু’য়ে জায়গা হয়েছিল সেবার। বল হাতে সে বার যথেষ্টই সফল ছিলেন আফ্রিদি। ১২ ম্যাচে ন’উইকেট এসেছিল তাঁর ঝুলিতে। হ্যাম্পশায়ারের পক্ষ থেকে ক্রিকেট ডিরেক্টর জাইলস হোয়াইট বলেন, ‘‘আমাদের সাফল্যের ও ভীষন গুরুত্বপূর্ণ সদস্য। আমাদের মতে, এই দলে ওকে দরকার আছে।’’