Sports News

আবার ক্রিকেটে আফ্রিদি

হ্যাম্পশায়ারে ফিরলেন শাহিদ আফ্রিদি। ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্টের জন্য পাকিস্তানের তারকা অল-রাউন্ডারকে সই করিয়ে নিল হ্যাম্পশায়ার। ২০১৬তে এই দলের হয়েই খেলেছিলেন তিনি। তালিকার শেষ দু’য়ে জায়গা হয়েছিল সেবার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ মে ২০১৭ ২০:৩১
Share:

হ্যাম্পশায়ারে ফিরলেন শাহিদ আফ্রিদি। ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্টের জন্য পাকিস্তানের তারকা অল-রাউন্ডারকে সই করিয়ে নিল হ্যাম্পশায়ার। ২০১৬তে এই দলের হয়েই খেলেছিলেন তিনি। তালিকার শেষ দু’য়ে জায়গা হয়েছিল সেবার। বল হাতে সে বার যথেষ্টই সফল ছিলেন আফ্রিদি। ১২ ম্যাচে ন’উইকেট এসেছিল তাঁর ঝুলিতে। হ্যাম্পশায়ারের পক্ষ থেকে ক্রিকেট ডিরেক্টর জাইলস হোয়াইট বলেন, ‘‘আমাদের সাফল্যের ও ভীষন গুরুত্বপূর্ণ সদস্য। আমাদের মতে, এই দলে ওকে দরকার আছে।’’

Advertisement

আরও খবর: রাত দুটোয় ক্রিকেট খেলা বেশ কঠিন: কুল্টার নাইল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement