Sports News

ভারতকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন আফ্রিদি

ভারতের ৭১তম স্বাধীনতা দিবসের সকালে ভারত-পাকিস্তান বন্ধুত্বের কথা শোনালেন শাহিদ আফ্রিদি। সঙ্গে আরও একবার মনে করিয়ে দিলেন আমরা দুই প্রতিবেশি দেশ। যে সত্যিটা কখনওই বদলাবে না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৭ ১৯:০৬
Share:

শাহিদ আফ্রিদি ও বিরাট কোহালি। —ফাইল চিত্র।

একদিন আগেই স্বাধীনতা দিবস পালন করেছে পাকিস্তান। কিন্তু তার মধ্যেও ভারতের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানাতে ভুললেন না পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। আফ্রিদি একটি টুইট করেন যেখানে শান্তির বার্তাই দিয়েছেন তিনি। প্রতিবেশি দেশ হিসেবে বন্ধুত্ব ও শান্তির কথাও বলেছেন তিনি। তিনি লেখেন, ‘‘ভারতকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। প্রতিবেশিদের পরিবর্তন করা যায় না। শান্তি, ধৈর্য্য ও ভালবাসার জন্য কাজ করা যাক। ফিরে আসুক মনুষ্যত্ব।’’

Advertisement

আরও পড়ুন

টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে লোকেশ রাহুল সেরা দশে

Advertisement

ধোনির পরিবর্ত খুঁজতে বলে টুইটারে ট্রোলড প্রসাদ

২৪ ঘণ্টা আগে-পড়ে স্বাধীনতা দিবস পালন করে দুই দেশ। সোমবার ছিল পাকিস্তানের উৎসবের দিন। মঙ্গলবার ভারতের। আফ্রিদির এই টুইটেই আরও অনেকেই পাকিস্তান থেকে ভারতকে শুভেচ্ছা জানিয়েছেন। সম্প্রতি ভারত অধিনায়ক বিরাট কোহালি আফ্রিদি ফাউন্ডেশনকে ক্রিকেট ব্যাটও দিয়েছে। গত এপ্রিলে আফ্রিদির অবসরের সময় ভারতীয় দল একটি ক্রিকেটারদের সই করা জার্সিও উপহার দিয়েছিল আফ্রিদিকে। যে শার্টের দাম উঠেছিল নিলামে ৩ লাখ। যেখানে বিরাট কোহালি লিখেছিলেন, ‘শাহিদভাইকে শুভেচ্ছা। তোমার বিরুদ্ধে খেলাটা সব সময়ই উপভোগ্য।’

দেখুন সেই টুইট ! '

দেখুন সেই টুইট

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন