Sports News

লর্ডসে হারের পর টিম ইন্ডিয়ার সমালোচনায় প্রাক্তনরা

বীরেন্দ্র সহবাগ থেকে বিষেন সিংহ বেদী, ভিভিএস লক্ষ্মণ থেকে মহম্মদ কাইফ। সকলেই সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন ভারতের এই হার নিয়ে। ইনিংস আর ১৫৯ রানে হারটা মেনে নিতে পারছেন না কেউই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৮ ১৮:৫৭
Share:

লর্ডসের ব্যালকনিতে কোচ রবি শাস্ত্রীর সঙ্গে অধিনায়ক বিরাট কোহালি। ছবি: রয়টার্স।

এই লর্ডসের ব্যালকনিতেই জার্সি উড়িয়েছিলেন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই ব্যালকনিতে বসেই হতাশ হারের সাক্ষী থাকল ভারতীয় দল। দেখলেন রবি শাস্ত্রীসহ বাকিরা। মাঠে তখন হারছে ভারত। ইংল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ। তিন দিনেই শেষ টেস্ট ম্যাচ। প্রশ্ন উঠছে এ কোন ভারত। এটাই কি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ভারতীয় টেস্ট দল? সঙ্গে সমালোচনায় সরব দেশের প্রাক্তনরা।

Advertisement

বীরেন্দ্র সহবাগ থেকে বিষেন সিংহ বেদী, ভিভিএস লক্ষ্মণ থেকে মহম্মদ কাইফ। সকলেই সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন ভারতের এই হার নিয়ে। ইনিংস আর ১৫৯ রানে হারটা মেনে নিতে পারছেন না কেউই। সহবাগ লিখেছেন, ‘‘খুব খারাপ খেলল ভারত। যদিও যখন দল ভাল খেলে না তখন তার পাশে থাকা উচিত। কিন্তু কোনও লড়াই ছাড়াই এই হার হতাশাজনক। আশা করি এই পরিস্থিতি থেকে ঘুরে দাড়াবে ভারত।’’

বিষেন সিংহ বেদী বলেছেন, ‘‘লর্ডসে হতাশাজনক ভারত। ভারতীয় ক্রিকেটের সঙ্গে যারা যুক্ত তারা সকলেই জানেন সমস্যাটা আসলে কোথায়।’’ লক্ষ্মণ আবার মনে করছেন ভুল থেকেই শিক্ষা নেবে ভারতীয় দল। তৃতীয় টেস্টে শুধরে নেবে ভুল। ১৮ অগস্ট নটিংহ্যামে শুরু হবে তৃতীয় টেস্ট। লক্ষ্মণ লেখেন, ‘‘খুব একটা পরিস্থিতিতে বাধা পড়ে গিয়েছে দল। লর্ডসে ভারতের হার দেখে সবাই কী বলছে আমি জানি না কিন্তু আমার আশা দ্রুত শিক্ষা নেবে এবং বাকি ব্যাটসম্যানরা শিক্ষা নিয়ে সেই মতো খেলবে।’’

Advertisement

আরও পড়ুন
ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট আদিল রশিদের অভিনব রেকর্ড

মহম্মদ কাইফ বলেন ‘‘দুই ইনিংসে ভারত ৮২ ওভার ব্যাট করেছে। ভুল থেকে ওরা শিখছে না সেটা খুব হতাশাজনক। সব ডিপার্টমেন্টেই উবে গিয়েছে ভারত।’’ বিনোদ কাম্বলি বলেন ‘‘আমরা খুব রক্ষনাত্মক ছিলাম। ভবিষ্যতে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে দল নিয়ে ভাবতে হবে।’’ ’ & !! ’ ’ !

মহম্মদ কাইফ বলেন ‘‘দুই ইনিংসে ভারত ৮২ ওভার ব্যাট করেছে। ভুল থেকে ওরা শিখছে না সেটা খুব হতাশাজনক। সব ডিপার্টমেন্টেই উবে গিয়েছে ভারত।’’ বিনোদ কাম্বলি বলেন ‘‘আমরা খুব রক্ষনাত্মক ছিলাম। ভবিষ্যতে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে দল নিয়ে ভাবতে হবে।’’ ’ & !! ’ ’

মহম্মদ কাইফ বলেন ‘‘দুই ইনিংসে ভারত ৮২ ওভার ব্যাট করেছে। ভুল থেকে ওরা শিখছে না সেটা খুব হতাশাজনক। সব ডিপার্টমেন্টেই উবে গিয়েছে ভারত।’’ বিনোদ কাম্বলি বলেন ‘‘আমরা খুব রক্ষনাত্মক ছিলাম। ভবিষ্যতে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে দল নিয়ে ভাবতে হবে।’’ ’ & !! ’ ’ !

মহম্মদ কাইফ বলেন ‘‘দুই ইনিংসে ভারত ৮২ ওভার ব্যাট করেছে। ভুল থেকে ওরা শিখছে না সেটা খুব হতাশাজনক। সব ডিপার্টমেন্টেই উবে গিয়েছে ভারত।’’ বিনোদ কাম্বলি বলেন ‘‘আমরা খুব রক্ষনাত্মক ছিলাম। ভবিষ্যতে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে দল নিয়ে ভাবতে হবে।’’ ’ & !! ’ ’ !

মহম্মদ কাইফ বলেন ‘‘দুই ইনিংসে ভারত ৮২ ওভার ব্যাট করেছে। ভুল থেকে ওরা শিখছে না সেটা খুব হতাশাজনক। সব ডিপার্টমেন্টেই উবে গিয়েছে ভারত।’’ বিনোদ কাম্বলি বলেন ‘‘আমরা খুব রক্ষনাত্মক ছিলাম। ভবিষ্যতে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে দল নিয়ে ভাবতে হবে।’’ ’ & !! ’ ’ !

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন