Sposts New

শাহজাদের অস্কার পাওয়া উচিত, বলছেন এক পাক ক্রিকেটারই

আহমেদ শাহজাদ কি বাইশ গজে অভিনয় করেন? অন্তত তেমনটাই দাবি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ফয়জল ইকবালের। গত বৃহস্পতিবার ত্রিনিদাদে খেলা চলাকালীন আহমেদের চোট আসলে পুরোটাই অভিনয় বলে ব্যঙ্গ করেছেন ইকবাল। এ নিয়ে টুইটারে তাঁকে ট্রোল করাও শুরু করেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৭ ১১:৪০
Share:

ওয়ালটনের সঙ্গে ধাক্কা শাহজাদের। ছবি: সংগৃহীত।

আহমেদ শাহজাদ কি বাইশ গজে অভিনয় করেন? অন্তত তেমনটাই দাবি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ফয়জল ইকবালের। গত বৃহস্পতিবার ত্রিনিদাদে খেলা চলাকালীন আহমেদের চোট আসলে পুরোটাই অভিনয় বলে ব্যঙ্গ করেছেন ইকবাল। এ নিয়ে টুইটারে তাঁকে ট্রোল করাও শুরু করেছেন।

Advertisement

বৃহস্পতিবার ত্রিনিদাদে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান চাদউইক ওয়ালটনের সঙ্গে ধাক্কা লাগে আহমেদের। ফিল্ডিং করতে গিয়ে ওয়ালটনের সঙ্গে সংঘর্ষে মাঠেই লুটিয়ে পড়েন তিনি। এর পর বেশ কিছু ক্ষণ মাঠেই অজ্ঞান হয়ে পড়ে থাকেন আহমেদ। নেক ব্রেস পরিয়ে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যেতে হয় তাঁকে। পরে অবশ্য চিকিৎসকেরা জানান, তাঁর কোনও চোট লাগেনি। হাসপাতাল থেকেই মাঠে ফিরে আসেন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের শেষ দিকে ফিল্ডিংও করেন তিনি। সে ম্যাচ জিতে সিরিজে ২-০ এগোলেও পাকিস্তানের জয়ের থেকে আহমেদের চোট নিয়েই টুইটারে কথা শুরু করেন ইকবাল। চোট নয়, গোটাটাই আহমেদের অভিনয় দাবি করে তাঁর কটাক্ষ, “কোনও সন্দেহ নেই, অস্কার পেলেন আহমেদ শাহজাদ। ইনি কখনও বদলাবেন না!”

আরও পড়ুন

Advertisement

শরীরী ভাষায় আসে খদ্দের, স্টেশনেই চলে দেহ ব্যবসা!

এ ভাবেই মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় শাহজাদকে। ছবি: সংগৃহীত।

ইকবালের সমর্থনে বেশ কিছু ফ্যানেরাও টুইট করেন। তবে এতেও থেমে থাকেননি ইকবাল। এ বার শোয়েব আখতার, সাকলাইন মুস্তাক ও ওয়াসিম আক্রমকে ট্যাগ করে তাঁর দাবি, এঁরা সকলেই নাকি আহমেদের অ্যাক্টিং দেখে মুগ্ধ। আর আহমেদের পড়ে যাওয়া দেখে হাসি থামাতেই পারছেন না ইকবাল।

আসল সত্যিটা কী তা জানা না গেলেও এ নিয়ে এখনও মুখ খোলেননি আহমেদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন