আই লিগ চ্যাম্পিয়নদের হারিয়ে ফেড কাপ শুরু করল আইজল

ফে‌ডারেশন কাপের প্রথম ম্যাচেই হারের মুখ দেখতে হল আই লির চ্যাম্পিয়নদের। আই লিগ যেখানে শেষ করেছিল আসলে সেখান থেকেই শুরু করল অ্যাশলে ওয়েস্টউডের বেঙ্গালুরু এফসি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৬ ১৯:৫৭
Share:

আইজল এফসি ২ (আলফ্রেড, জোয়েল)

Advertisement

বেঙ্গালুরু এফসি ১ (লিংডো)

ফে‌ডারেশন কাপের প্রথম ম্যাচেই হারের মুখ দেখতে হল আই লির চ্যাম্পিয়নদের। আই লিগ যেখানে শেষ করেছিল আসলে সেখান থেকেই শুরু করল অ্যাশলে ওয়েস্টউডের বেঙ্গালুরু এফসি। শনিবার আইজলের রাজীব গাঁধী স্টেডিয়ামে বেঙ্গালুরু বনাম আইজল এফসির ম্যাচ দিয়ে শুরু হয়ে গেল এই বছরের ফেডারেশন কাপ। আই লিগের শীর্ষ দলকে হারিয়ে দিল সব থেকে নীচের দল। আই লিগ জিতলেও শিলিগুড়িতে মোহনবাগানের কাছে ৫ গোল হজম করতে হয়েছিল বেঙ্গালুরুর। এবার আইজলের কাছে ২-১ গোলে ম্যাচ হেরে ফেডারেশন কাপ শুরু করল কলকাতা।

Advertisement

শুরুটা অবশ্য করেছিল বেঙ্গালুরুই। ম্যাচ শুরু ১৫ মিনিটের মধ্যে গোল করে চ্যাম্পিয়নদের এগিয়ে দেল ইউজিনসন লিংডো। ৩৮ মিনিটে আইজলকে সমতায় ফেরান আলফ্রেড জারিয়ান। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলেই। কিন্তু শেষ বাঁশি বাজার আগেই বেঙ্গালুরুর এক পয়েন্টের আশায় জল ঢেলে গোল করে যান জোয়েল আয়েনি। ৯০ মিনিটে আইজলকে জয় এনে দেন তিনি। চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ম্যাচ জিতে উচ্ছ্বসিত আইজলের বাঙালি কোচ জহর দাস। ৩ মে ফিরতি লেগের ম্যাচে বেঙ্গালুরুতে মুখোমুখি হবে দুই দল।

আরও খবর

মর্গ্যানের প্র্যাকটিসে গোলমাল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement