Aizwal FC promoted to I League

আই লিগে অবনমনের পর ফেরানো হল আইজল এফসিকে

নিয়মের বাইরে বেরিয়ে অভিনব সিদ্ধান্ত নিল সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন। গতদ মরসুমে প্রথম আই লিগে সুযোগ পাওয়া আইজল এফসির অবনমন হয়ে গিয়েছিল আই লিগ থেকে। কিন্তু শুরুতেই তাঁদের ভাল খেলার জন্য আবার তাঁদের ফিরিয়ে আনা হল আই লিগে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০১
Share:

গোয়ায় এআইএফএফ-এর মিটিং। ছবি: এআইএফএফ।

নিয়মের বাইরে বেরিয়ে অভিনব সিদ্ধান্ত নিল সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন। গতদ মরসুমে প্রথম আই লিগে সুযোগ পাওয়া আইজল এফসির অবনমন হয়ে গিয়েছিল আই লিগ থেকে। কিন্তু শুরুতেই তাঁদের ভাল খেলার জন্য আবার তাঁদের ফিরিয়ে আনা হল আই লিগে।

Advertisement

সোমবার এআইএফএফ-এর কার্যকরি কমিটির মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন গোয়ায় বসেছিল ফেডারেশনের সভা। সেখানে উপস্থিত ছিলেন সভাপতি প্রফুল্ল পটেল। ছিলেন সহ-সভাপতি সুব্রত দত্ত, সচিব কুশল দাসসহ ফেডারেশনের সব বড় কর্তারা। এই কমিটি বেঙ্গালুরু এফসিকে শুভেচ্ছাও জানায় এএফসি কাপে ভাল করার জন্য। আই লিগের সিইও সুনন্দ ধর বলেন, ‘‘আইজল এফসির শুরুতেই এত ভাল খেলা দেখে কমিটি কোনও বিরোধিতা ছাড়াই তাদের ২০১৬-১৭ আই লিগে খেলার ছাড়পত্র দেওয়া হল।’’ আগামী বছর ৭ জানুয়ারি থেকে শুরু হবে আই লিগ।

এই সভায় উপস্থিত ছিলেন জাতীয় কোচ স্টিফেন কনস্টানটাইন, অনূর্ধ্ব-১৭ কোচ নিকোলাই অ্যাডাম। যাঁদের থেকে জাতীয় দল সম্পর্কে জানতে চাওয়া হয়। সন্তোষ ট্রফির জন্য নতুন দিনও ঘোষণা করা হয়। ফাইনাল রাউন্ড শেষ হবে ১০জানুয়ারি ২০১৭র মধ্যে। এ ছাড়া ফেডারেশনের বার্ষিক সাধারণ সভার সময় নির্ধারিত হয়েছে ২০১৬র ডিসেম্বরে। বিশেষ সাধারণ সভা হবে জানুয়ারি ২০১৭তে।

Advertisement

আরও খবর

ইউরো ফাইনাল দেখে যেন ভাববেন না কোচ হতে চাই

কলকাতায় দুর্গোৎসবের নতুন সাজ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন