Sports News

সচিনের টিপস নিয়েই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সফল রাহানে

একটা কথাই কোথাও বদলে দিয়েছে রাহানের মানসিকতা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাকআপ ওপেনার হিসেবেই দলে জায়গা হয়েছিল রাহানের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে জল বওয়া ছাড়া আর কিছুই করতে হয়নি। কিন্তু যখন সুযোগ এল শ্রীলঙ্কা সিরিজে তখন পাঁচ ইনিংসে ৩৩৬ রান ও সঙ্গে ম্যাচের সেরার পুরস্কার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৭ ১৬:৪৬
Share:

শনিবার অনুশীলন শেষে সাংবাদিক সম্মেলনে অজিঙ্ক রাহানে। ছবি: পিটিআই।

শ্রীলঙ্কা সিরিজ থেকে সবে ফিরেছিলেন। মাঝের সময়টা নিজেকে ফিট রাখতে তাই চলে গিয়েছিলেন মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে ট্রেনিং করতে। সেখানেই দেখা হয়ে যায় সচিন তেন্ডুলকরের সঙ্গে। এই সুযোগ কেউ ছাড়ে? তাই ছুটে গিয়েছিলেন সচিনের কাছে। যা পাওয়া যায়। তখনই সচিন সব থেকে গুরুত্বপূর্ণ কথাটি বলেছিলেন অজিঙ্ক রাহানেকে। কী বলেছিলেন সচিন? রাহানে বলেন, ‘‘পাজি আমাকে বলে, সুযোগ মাঝে মাঝে আসে, কখনও কখনও সেটা হাতছাড়া হয়ে যায়। যেটা তোমার হাতে থাকে না। আসল কাজ করতে হবে মানসিকতার উপর। কারণ, মানসিকভাবে ঠিক থাকলে মাঠে সেরাটা দেওয়া যায়।’’

Advertisement

আরও পড়ুন

ফিঞ্চের সেঞ্চুরি, বড় রানের লক্ষ্যে অস্ট্রেলিয়া

Advertisement

পাকিস্তানকে হারিয়ে ভারতের টি২০ বিশ্বকাপ জয়ের ১০ বছর

আর এই একটা কথাই কোথাও বদলে দিয়েছে রাহানের মানসিকতা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাকআপ ওপেনার হিসেবেই দলে জায়গা হয়েছিল রাহানের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে জল বওয়া ছাড়া আর কিছুই করতে হয়নি। কিন্তু যখন সুযোগ এল শ্রীলঙ্কা সিরিজে তখন পাঁচ ইনিংসে ৩৩৬ রান ও সঙ্গে ম্যাচের সেরার পুরস্কার। তার পর আবার বাদ। এর পর অনেক বদল হতে পারত রাহানের মধ্যে। কিন্তু সচিনের টিপই সেটা হতে দেয়নি। রাহানে বলেন, ‘‘টেকনিক্যাল ব্যাপারে আমাকে তেমন কিছু বলেনি। বেশি কথা হয়েছে মানসিক প্রস্তুতি নিয়ে, আক্রমণাত্মক মানসিকতা নিয়ে।’’

অস্ট্রেলিয়া নিয়েও রাহানেকে অনেক কথা বলেছেন সচিন। কারণ সচিন অনেক খেলেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তাদের মানসিকতা, মাঠের মধ্যের ব্যবহার সবই খুব কাছ থেকে দেখা সচিনের। তাই হয়তো অস্ট্রেলিয়া সম্পর্কে একটা ধারণা আগে থেকেই তৈরি করে নিয়েছিলেন রাহানে। যদিও এই অস্ট্রেলিয়া দল অনেক আলাদা। রাহানে বলেন, ‘‘সচিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনেক অনেক খেলেছে। তাই তাদের বিরুদ্ধে আমাকে মানসিকভাবে কতটা প্রস্তুতি নিতে হবে সেটা বলেছে। পয়েন্ট করেছে বোলিংয়ের লেনথ নিয়ে। সচিনের সঙ্গে কথা বলার পর আমার আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন