Sports News

টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন কুক

অনেক সাফল্য এসেছে প্লেয়ার হিসেবে। অধিনায়ক হয়েও ইংল্যান্ডকে একাধিক ট্রফি দিয়েছেন। কিন্তু গত বছরটা একদমই ভাল যায়নি। বাংলাদেশের কাছে টেস্টে হারের পর ভারতে এসেও ৪-০তে সিরিজ হেরে দেশে ফিরতে হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৪৫
Share:

অ্যালেস্টার কুক। ছবি: রয়টার্স।

অনেক সাফল্য এসেছে প্লেয়ার হিসেবে। অধিনায়ক হয়েও ইংল্যান্ডকে একাধিক ট্রফি দিয়েছেন। কিন্তু গত বছরটা একদমই ভাল যায়নি। বাংলাদেশের কাছে টেস্টে হারের পর ভারতে এসেও ৪-০তে সিরিজ হেরে দেশে ফিরতে হয়েছে। অ্যালেস্টার কুকেরই অধিনায়কত্বে হারের মুখ দেখতে হয়েছে ইংল্যান্ডকে। অভিযোগের আঙুল উঠেছে তাঁরই দিকে। যে কারণে এটাকেই সঠিক সময় হিসেবে বেছে নিয়েছেন কুক। সোমবার ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান কলিন গ্রেভসকে নিজের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর কথা লিখিতভাবে জানিয়েছেন তিনি।

Advertisement

৩২ বছরের কুকই ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ স্কোরার। তাঁর রান ১১,০৫৭। ২০১২র অগস্টে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিল ইংল্যান্ডের অধিনায়কত্ব। তাঁর নেতৃত্বেই ২০১৩তে অ্যাসেজ জিতেছিল ইংল্যান্ড। ২০১৫তে পর পর ভারত ও দক্ষিণ আফ্রিকার মাটি থেকে সিরিজ জিতে এসেছিল। এই মুহূর্তে কুকের জায়গা নিতে তৈরি জো রুট। কুক বলেন, ‘‘দেশের অধিনায়কত্ব করাটা আমার কাছে ছিল সম্মানের।পাঁচ বছর ধরে এই দায়িত্ব সামলেছিল। সরে যাওয়াটা আার জন্য কঠিন সিদ্ধান্ত ছিল। কিন্তু আমি এটাও নিশ্চিত এটাই দল ও আমার জন্য সঠিক সময় ছিল।’’

আরও খবর: ছেটে ফেলা হল অনুরাগ অনুগামীদের

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement