নরওয়ে ওপেনে শেষ বার সাদা ঘুটিতে খেলে স্থানীয় তারকা লুডভিগকে হারালেন বিশ্বনাথন আনন্দ। ভারতীয় বংশোদ্ভূত ডাচ অনীশ গিরির কাছে টোপালভ হারায় দ্বিতীয় স্থানে থাকা আনন্দের সঙ্গে ফারাক কমে আধ পয়েন্টে দাঁড়িয়েছে। টোপালভ ৬, আনন্দ ৫.৫। এবং শেষ রাউন্ডে তাঁরা দু’জনেই মুখোমুখি।