দিন-রাতের টেস্টের দিকে এক পা

দিন-রাতের টেস্ট ম্যাচ আয়োজনের প্রস্তাব দিল আইসিসির ক্রিকেট কমিটি। অনিল কুম্বলের নেতৃত্বাধীন এই কমিটিতে ইতিবাচক আলোচনা হয়েছে দিন-রাতের টেস্ট ম্যাচ করার ব্যাপারে। ‘‘দিন-রাতের টেস্ট ম্যাচ নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করা হয়েছে। সদস্য দেশগুলোকেও জানিয়ে দেওয়া হয়েছে তারা যেন তৈরি থাকে পাঁচ দিনের ক্রিকেট খেলতে যা সন্ধে অবধি গড়াবে,’’ এ দিন আইসিসি-র এক বিবৃতিতে বলা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ মে ২০১৫ ০২:১৮
Share:

দিন-রাতের টেস্ট ম্যাচ আয়োজনের প্রস্তাব দিল আইসিসির ক্রিকেট কমিটি। অনিল কুম্বলের নেতৃত্বাধীন এই কমিটিতে ইতিবাচক আলোচনা হয়েছে দিন-রাতের টেস্ট ম্যাচ করার ব্যাপারে। ‘‘দিন-রাতের টেস্ট ম্যাচ নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করা হয়েছে। সদস্য দেশগুলোকেও জানিয়ে দেওয়া হয়েছে তারা যেন তৈরি থাকে পাঁচ দিনের ক্রিকেট খেলতে যা সন্ধে অবধি গড়াবে,’’ এ দিন আইসিসি-র এক বিবৃতিতে বলা হয়েছে। তবে টেস্ট ম্যাচ পাঁচ দিন থেকে চার দিন করার বিরুদ্ধে আইসিসি ক্রিকেট কমিটির সদস্যরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন