ভারতীয় মহিলা ফুটবল স্কোয়াডে জায়গা করে নিয়েছেন কালিম্পংয়ের বাসিন্দা অঞ্জু তামাঙ্গ। গোয়াতে ভারতীয় মহিলা ফুটবল দলের শিবির চলছে। সেখানেই দু’দিন আগে অঞ্জুর সুযোগ মেলার বিষয়টি জানানো হয়। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সূত্রেই জানা গিয়েছে, অঞ্জু ২৩ জনের স্কোয়াডে সুযোগ পেয়েছেন। বুধবার রাতে সেই খবর অঞ্জু নিজেই ফোন করে জানিয়েছেন কালিম্পঙে কোচ প্রশান্ত প্রধানকে।
কালিম্পঙের আলগাড়ায় দিদির বাড়িতেই মানুষ অঞ্জু। বাড়ি ডুয়ার্সের বীরপাড়ায়। আলগাড়া হাইস্কুল থেকে মাধ্যমিক পাশ করেন অঞ্জু। আলগাড়াতেই পাড়ায় মেয়েদের সঙ্গে ফুটবল খেলার সময় প্রশান্তবাবুর নজরে পড়ে অঞ্জু। তিনিই অঞ্জুকে ফুটবলে উৎসাহ দেন। মাধ্যমিক পাশ করার পর কালিম্পঙে একটি শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তি হন তিনি। সেখানকার শরীরশিক্ষার শিক্ষক প্রশান্তবাবু ছেলেদের ফুটবল কোচিং-ও করান। ফুটবলে অঞ্জুর উৎসাহ দেখে তিনি তাদের সঙ্গে অঞ্জুকেও শেখাতেন। প্রশান্তবাবুর কাছেই প্রথাগত ফুটবল শিখতে শুরু করেন অঞ্জু। ছেলেদের দলের সঙ্গেই তাঁর অনুশীলন চলত। দার্জিলিঙে একটি ফুটবল প্রশিক্ষণের অ্যাকাডেমি রয়েছে প্রশান্তবাবুর। সেখানেও অঞ্জু অনুশীলন করত।
প্রশান্তবাবু জানান, উচ্চ মাধ্যমিকের পর ফুটবলের জন্য দিল্লিতে চলে যান অঞ্জু। ২০১৩ সালে দিল্লি মহিলা ফুটবল লিগেও খেলেন স্থানীয় ক্লাবের হয়ে। ২০১৪ সালে কলকাতাতেও খেলেছেন। এর পর ওড়িশার একটি দলের হয়ে ভারতীয় মহিলা ফুটবল লিগে যোগ দিয়ে নজরে পড়ে যান জাতীয় নির্বাচকদের। ডাক মেলে গোয়ায় ভারতীয় মহিলা ফুটবল দলের শিবিরে। প্রশান্তবাবু বলেন, ‘‘ওর প্রতিভা রয়েছে। তার সঙ্গে রয়েছে অদম্য উৎসাহ। যা ওকে বড় ফুটবলার হতে সাহায্য করছে। সুযোগ পেলে ও ভাল কিছু করে দেখাতে পারবে বলেই আমি আশাবাদী।’’