Table Tennis

রাজ্য টেবিল টেনিসে জোড়া খেতাব জিতল অঙ্কুর ভট্টাচার্য

জোড়া খেতাব অঙ্কুর ভট্টাচার্যের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০ ২০:৪৩
Share:

রাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে সফল খেলোয়াড়রা। সংগৃহীত চিত্র।

রবিবার শেষ হল রাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। জোড়া খেতাব জিতল অঙ্কুর ভট্টাচার্য। সাব জুনিয়র এবং জুনিয়র সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয় অঙ্কুর।

Advertisement

দক্ষিণ কলকাতার হয়ে নামা অঙ্কুর সাব জুনিয়র বিভাগে উত্তর ২৪ পরগনার ইমন অধিকারীকে ১১-৪, ৮-১১, ১১-৪, ১১-৮, ১১-৮ ফলে হারায়। জুনিয়র বিভাগে অঙ্কুর ১১-৪, ৮-১১, ১১-৯, ৮-১১, ১১-৩, ১১-৪ ফলে হারায় হুগলির ঋষভ দে-কে।

অন্য বিভাগের মধ্যে ছেলেদের ক্যাডেটে চ্যাম্পিয়ন হয় সৃজন দেব মান্না। হাওড়ার সৃজন উত্তর ২৪ পরগনার শ্রেষ্ঠ চক্রবর্তীকে ১১-৪, ৮-১১, ১১-৩, ১১-৪, ৯-১১, ১১-৪ ফলে হারায়। মেয়েদের ক্যাডেটে চ্যাম্পিয়ন হয় অভিসা কর্মকার। হাওড়ার অভিসা দক্ষিণ কলকাতার তন্ময়ী সাহাকে হারায় ১২-১০, ১১-৯, ১১-৫, ১১-৭ ফলে।

Advertisement

আরও পড়ুন: শেষ পর্যন্ত নট আউট থাকার পরিকল্পনা রোহিত-রীতিকার​

আরও পড়ুন: লড়ছেন হোল্ডার, ইনিংসে জয়ের গন্ধ পাচ্ছে নিউজিল্যান্ড​

মেয়েদের সাব জুনিয়রে সায়নী পণ্ডা ও জুনিয়রে মৌলি মোদক চ্যাম্পিয়ন হয়। হুগলির সায়নী ৭-১১, ১২-১০, ১১-৪, ১১-৯, ১১-৮ ফলে হারায় হুগলিরই শ্রীজিতা শ-কে। উত্তর ২৪ পরগনার মৌলি সেই জেলারই স্নেহা ভৌমিককে হারায় ১১-৯, ১৪-১২, ১১-৯, ১২-১০ ফলে।

বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই প্রতিযোগিতা হয় রামগড় প্রগতি সঙ্ঘ টেবিল টেনিস অ্যাকডেমিতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন