Ansumana Kromah

কোচের বিরুদ্ধে ক্ষোভ, ক্রোমাকে হয়তো শো-কজ়

ইস্টবেঙ্গল যখন ক্রোমার তোপে অস্বস্তিতে, তখন মোহনবাগানের চোখ রবিবারের ট্রাউ ম্যাচে। এ দিন বিকেলে যুবভারতী সংলগ্ন মাঠে কিবু ভিকুনা প্রায় দেড়ঘণ্টা অনুশীলন করান জোসেবা বেইতিয়াদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৪৬
Share:

চর্চায়: ক্রোমাকে নিয়ে অস্বস্তি বাড়ছে ইস্টবেঙ্গলের। ছবি: সুদীপ্ত ভৌমিক

ইস্টবেঙ্গল কোচ মারিয়ো রিভেরোর বিরুদ্ধে তোপ দাগার দায়ে শো-কজ় করা হতে পারে আনসুমানা ক্রোমাকে। সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে বিশ্বস্ত সূত্রের খবর। জনি আকোস্তাও বৃহস্পতিবার ভিসা পেয়ে গিয়েছেন। কোস্টা রিকার বিশ্বকাপারকে গোকুলম ম্যাচের আগে আনার চেষ্টা চলছে। ক্রোমার জায়গায় হয়তো নেওয়া হবে আকোস্তাকে। শনিবার চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে যুবভারতীতে আই লিগের ম্যাচ রয়েছে লাল-হলুদের। সেই ম্যাচের পরই ক্রোমা বিদায় হবে বলে শোনা যাচ্ছে।

Advertisement

কোচের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেও বৃহস্পতিবার সকালে যুবভারতী সংলগ্ন মাঠে পুরো সময়ই অনুশীলন করেন ক্রোমা। তবে প্রস্তুতির সময় লাইবেরিয়ান স্ট্রাইকারের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে কোচ মারিয়োকে। এক বার চোট পেয়ে ক্রোমা মাটিতে বসে পড়েন। সঙ্গে সঙ্গেই ছুটে যেতে দেখা যায় লাল-হলুদের স্পেনীয় কোচকে।

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে গোয়ার ক্লাব ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছে। দলের সেরা স্ট্রাইকার উইলিস প্লাজ়াও চোট সারিয়ে সুস্থ। তিনি খেলবেন পুরনো দলের বিরুদ্ধে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে কার্ডের জন্য ইস্টবেঙ্গল পাচ্ছে না কাশিম আইদারাকে। এই অবস্থায় চার্চিলের বিরুদ্ধে ক্রোমাকে দলে রাখা হয় কি না সেটাই দেখার।

Advertisement

ইস্টবেঙ্গল যখন ক্রোমার তোপে অস্বস্তিতে, তখন মোহনবাগানের চোখ রবিবারের ট্রাউ ম্যাচে। এ দিন বিকেলে যুবভারতী সংলগ্ন মাঠে কিবু ভিকুনা প্রায় দেড়ঘণ্টা অনুশীলন করান জোসেবা বেইতিয়াদের। চোটের জন্য স্টপার ড্যানিয়েল সাইরাস এবং কার্ডের জন্য রাইট ব্যাক আশুতোষ মেহতা ইম্ফল যেতে পারছেন না। দুই নিয়মিত ফুটবলার না থাকায় নতুন করে রক্ষণ সংগঠন করতে হচ্ছে স্পেনীয় কোচকে। সাইরাস ও আশুতোষের জায়গায় খেলানো হতে পারে ফ্রান গঞ্জালেস ও ধনচন্দ্র সিংহকে। শুরু থেকেই খেলতে পারেন কোমরান তুর্সনভ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন