Mohammad Shami

এ বার বোর্ডের তদন্তের মুখে শামি!

দুঃসময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না মহম্মদ শামিকে! স্ত্রী হাসিন জাহান তাঁর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ এনেছেন। হাসিনের করা এমনই এক অভিযোগের ভিত্তিতে বিড়ম্বনা আরও বাড়ল শামির।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৮ ১৭:১২
Share:

মহম্মদ শামি। ছবি: সংগৃহীত।

দুঃসময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না মহম্মদ শামিকে! স্ত্রী হাসিন জাহান তাঁর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ এনেছেন। হাসিনের করা এমনই এক অভিযোগের ভিত্তিতে বিড়ম্বনা আরও বাড়ল শামির।

Advertisement

কয়েক দিন আগেই হাসিন অভিযোগ করেছিলেন, দুবাইয়ে গিয়ে এক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছিলেন শামি। সেই সংক্রান্ত বিষয়ে শামি এবং তাঁর স্ত্রী-র একটি অডিও রেকর্ডিংও শোনেন কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর (সিওএ)-এর সদস্যরা। ওই রেকর্ডিং থেকেই জানা যায়, মহম্মদ ভাই নামের এক ব্যক্তি, পাকিস্তানি এক মহিলার মাধ্যমে টাকা পাঠাতেন শামির কাছে।

এর পরেই শামির এই টাকা নেওয়ার বিষয়ে দুর্নীতি দমন শাখাকে তদন্তের নির্দেশ দিল সিওএ। এই ঘটনার তদন্ত করবেন অ্যান্টি কোরাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিট (এসিএসইউ)-এর প্রধান নীরজ কুমার। তদন্তের রিপোর্ট জমা দেওয়ার জন্য নীরজকে এক সপ্তাহ সময় দিয়েছে বোর্ড।

Advertisement

আরও পড়ুন: সুইং সুলতান বোল্ড যখন ‘গন্দা চ্যাট’-এ

আরও পড়ুন: বড় গেমপ্ল্যান, আমাকে ধ্বংস করার চেষ্টা চলছে, বললেন শামি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement