প্রিমিয়ার লিগ খেলতে চান গ্রিজম্যান

ট্রফির রাস্তায় সব সময় কাঁটা হয়ে থেকেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হোক বা ইউরো, রোনাল্ডোর দলের কাছে হার মানতে হয়েছে তাঁকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৬ ০৩:৫২
Share:

চ্যাম্পিয়ন্স লিগে গ্রিজম্যান। ছবি: এএফপি।

ট্রফির রাস্তায় সব সময় কাঁটা হয়ে থেকেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হোক বা ইউরো, রোনাল্ডোর দলের কাছে হার মানতে হয়েছে তাঁকে।

Advertisement

আটলেটিকো মাদ্রিদে তাঁর গোল খিদে ইউরোপ জুড়ে সাড়া ফেলে দিয়েছে। ছোটখাটো সেই সাত নম্বর জার্সির জন্য প্রতি দিন আটলেটিকোর অফিসে ঢুকছে একটার পর একটা ক্লাবের প্রস্তাব। যাদের মধ্যে রয়েছে রিয়াল মাদ্রিদও। কিন্তু যে রোনাল্ডোর বিরুদ্ধে তাঁর একটার পর একটা ট্রফি-জয়ের স্বপ্নের অকালমৃত্যু ঘটেছে, তাঁর সতীর্থ হবেন না বলে জানিয়ে দিচ্ছেন তিনি।

আটলেটিকো মাদ্রিদের আঁতোয়া গ্রিজম্যান বলে দিলেন, কোনও দিন রিয়ালের জার্সি পরবেন না। ‘‘আটলেটিকো থেকে রিয়ালে যাওয়ার প্রশ্নই ওঠে না। বার্সেলোনা ভাল ক্লাব, কিন্তু ওদের ফরোয়ার্ডে তিন জন দুর্দান্ত প্লেয়ার আছে।’’

Advertisement

তবে আটলেটিকোয় থাকার কথা বললেও গ্রিজম্যানের ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। ট্রান্সফার বিশেষজ্ঞদের মতে, গ্রিজম্যানের জন্য এখন থেকেই বড় অঙ্কের প্রস্তাব তৈরি করছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। আগামী মরসুমে গ্রিজম্যানকে পাখির চোখ করেছেন জোসে মোরিনহো। দলের ঐতিহাসিক সাত নম্বর জার্সিও নাকি রাখা থাকবে ফরাসি ফরোয়ার্ডের জন্য। জল্পনা বাড়িয়ে গ্রিজম্যানও জানিয়ে দিচ্ছেন, আটলেটিকো ছাড়লে তিনি প্রিমিয়ার লিগেই যাবেন।

‘‘প্যারিস সাঁ জাঁ খুব ভাল দল। কিন্তু আমার ইচ্ছা প্রিমিয়ার লিগ।’’ গ্রিজম্যানের এই মন্তব্যের পরে ইউনাইটেড ভক্তরা মনে করছেন, ঘুরিয়ে হয়তো মহাতারকা জানিয়ে দিলেন তাঁর পরের গন্তব্য ম্যাঞ্চেস্টার। ইউনাইটেড কিংবদন্তি পল স্কোলস বলছেন, ‘‘ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের গ্রিজম্যানের মতোই প্লেয়ার সই করা উচিত। দুর্দান্ত স্ট্রাইকার। প্রিমিয়ার লিগ এলেও সফল হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন