Crickcet. India's England Tour

অনুষ্কা কবে থেকে ক্রিকেটার হলেন, তোপ সোশ্যাল মিডিয়ায়

লন্ডনের ভারতীয় দূতাবাসে ক্রিকেটারদের সঙ্গে ছবি তুলে বিতর্কে অনুষ্কা। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যঙ্গ-বিদ্রূপ। তাঁকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৮ ১৪:৫৫
Share:

ভারতীয় দলের সঙ্গে অনুষ্কার এই ছবিই তুলছে বিতর্ক। ছবি টুইটারের সৌজন্যে।

বিতর্কের কেন্দ্রে অনুষ্কা শর্মা। লন্ডনে ভারতীয় হাই কমিশনে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের সঙ্গে ছবিতে দেখা গিয়েছে তাঁকে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই ছবি পোস্ট করার পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চর্চা। অনুষ্কা কেন থাকবেন ক্রিকেটারদের সঙ্গে, প্রশ্ন এখানেই।

Advertisement

মঙ্গলবার বিরাট কোহালির দলকে আমন্ত্রণ জানিয়েছিল ভারতীয় দূতাবাস। সেখানেই ফটো তোলার সময় কোহালির পাশে দাঁড়িয়েছিলেন বলিউডি অভিনেত্রী। বিসিসিআই টুইটারে ছবি পোস্ট করে লিখেছে, টিম ইন্ডিয়ার সদস্যরা লন্ডনস্থিত ভারতীয় দূতাবাসে। সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্য ঝড় তুলছে। অনুষ্কা কবে থেকে ভারতীয় ক্রিকেট দলের সদস্য হলেন, তা ব্যঙ্গ করে জানতে চাইছেন অনেকে।

বলা হচ্ছে, দলের সহ-অধিনায়ক হয়েও অজিঙ্ক রাহানে যেখানে শেষ সারিতে দাঁড়িয়ে আছেন, সেখানে কোহালির স্ত্রী হওয়ার জন্য কী করে প্রথম সারিতে দাঁড়িয়ে পড়েন অনুষ্কা? তাঁর তো দাঁড়ানোর কথাই নয়। তাছাড়া তৃতীয় টেস্ট শেষ না হওয়া পর্যন্ত ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে স্ত্রী ও বান্ধবীদের থাকার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে বিসিসিআই। সেখানে অনুষ্কা কীভাবে দলের সঙ্গে রয়েছেন, এটাও বিভ্রান্তি তৈরি করেছে।

Advertisement

কেন তাঁকে বিশেষ সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা চলছে। কোহালির স্ত্রী হয়ে সরকারি অনুষ্ঠানে অনুষ্কা গেলেও অন্য ক্রিকেটারদের পরিবারকে সঙ্গে থাকার অনুমতি দেওয়া হয়নি। এই ব্যাপারে পক্ষপাতিত্বের অভিযোগও উঠছে।

প্রথম টেস্টে পরাজয়ের পর ভারতীয় দল এমনিতেই চাপে। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। তার আগে অনুষ্কাকে নিয়ে এই বিতর্ক অস্বস্তির আবহই আমদানি করছে শিবিরে।

আরও পড়ুন: কখনওই তৃপ্ত হবে না, বিরাটকে সচিন

আরও পড়ুন: অলিম্পিকে নিরাপত্তা: সব মুখ ধরে রাখবে টোকিও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন