মোহনবাগানে অনুষ্টুপ

স্থানীয় ক্রিকেটের আসন্ন মরসুমে মোহনবাগানের হয়ে খেলতে দেখা যাবে অনুষ্টুপ মজুমদারকে। ইস্টবেঙ্গল থেকে অনুষ্টুপ ও পেসার সৌরভ মণ্ডলকে নিয়েছে মোহনবাগান। টালিগঞ্জ থেকে নেওয়া হয়েছে অলোকপ্রতাপ সিংহকে। লক্ষ্মীরতন শুক্ল, ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামিরা আছেন যথারীতি। ইস্টবেঙ্গল আবার বীরপ্রতাপ সিংহকে নিল। এ ছাড়া ঋতম পোড়েল, অর্ণব নন্দীরা আছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৫ ০২:২৩
Share:

স্থানীয় ক্রিকেটের আসন্ন মরসুমে মোহনবাগানের হয়ে খেলতে দেখা যাবে অনুষ্টুপ মজুমদারকে। ইস্টবেঙ্গল থেকে অনুষ্টুপ ও পেসার সৌরভ মণ্ডলকে নিয়েছে মোহনবাগান। টালিগঞ্জ থেকে নেওয়া হয়েছে অলোকপ্রতাপ সিংহকে। লক্ষ্মীরতন শুক্ল, ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামিরা আছেন যথারীতি। ইস্টবেঙ্গল আবার বীরপ্রতাপ সিংহকে নিল। এ ছাড়া ঋতম পোড়েল, অর্ণব নন্দীরা আছেন। কালীঘাট মোটমুটি একই টিম ধরে রেখে দিল। অর্থাৎ, মনোজ তিওয়ারি, সৌরাশিস লাহিড়ী, অশোক দিন্দারা এ বারও কালীঘাটে। ভবানীপুরও শক্তিশালী টিম করেছে। ইস্টবেঙ্গল থেকে রবিকান্ত সিংহকে নিয়েছে। পার্থসারথি ভট্টাচার্য, অভিষেক দাস, শুভম চট্টোপাধ্যায়, অগ্নিভ পান, ঋত্বিক চট্টোপাধ্যায়রাও আছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement