Saudi Arabia

সৌদি আরবে হয়ে গেল আরবং ক্রিকেট লিগ, চ্যাম্পিয়ন হোয়াইট উলভস

এ বারের প্রতিযোগিতার আকর্ষণ ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আদলে ক্রিকেটারদের বেছে নেওয়ার সুযোগ। নিলামের মাধ্যমে দল গড়া রোমাঞ্চ আনে প্রতিযোগিতায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:২৫
Share:

আরবং ক্রিকেট লিগ উপলক্ষ্যে গ্যালারিতে ভিড় ক্রিকেটপ্রেমীদের। ছবি সংগৃহীত।

সৌদি আরবের মাটিতে সম্প্রতি প্রবাসী বাঙালিদের নিয়ে হয়ে গেল ‘আরবং ক্রিকেট লিগ’ বা এসিএল। যা ‘আরবং স্পোর্টস মিট’ নামেও পরিচিত। এ বার ছিল তার চতুর্থ বর্ষ।

Advertisement

ফাইনালে ডেডলি ড্রাগনস দলকে ১৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হল হোয়াইট উলভস দল। এ বারের প্রতিযোগিতার আকর্ষণ ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আদলে ক্রিকেটারদের বেছে নেওয়ার সুযোগ। নিলামের মাধ্যমে দল গড়া রোমাঞ্চ আনে প্রতিযোগিতায়।

খেলা শুরুর আগে এই প্রতিযোগিতার সাফল্য চেয়ে ভিডিয়োতে শুভেচ্ছা জানান প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। বাংলা দলের ক্রিকেটার প্রদীপ্ত প্রামাণিক, অভিষেক রমনও শুভেচ্ছা জানান। সকালে জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় অনুষ্ঠান। দিনভর চলে ক্রিকেট। শিশু ও মহিলাদের জন্যও ছিল নানা প্রতিযোগিতা। প্রতিযোগিতায় খোবার, দামাম, জুবেলে অবস্থিত বাঙালিরা অংশ নেন পরিবারের সঙ্গে। ছিল খাওয়া-দাওয়ায় এলাহি ব্যবস্থাও।

Advertisement

আরও পড়ুন: বিশ্বকাপে চার নম্বরে কোহালি? শাস্ত্রীকে সমর্থন প্রসাদের​

আরও পড়ুন: নির্দিষ্ট পরিকল্পনা সঙ্গে নিয়ে ভারতের উড়ানে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ​

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement