মুম্বই এফসিতে যোগ দিলেন আরাতা ইজুমি

আইএসএল-এ অ্যাটলেটিকো কলকাতার হয়ে খেলার পর বাকি মরশুমের জন্য মুম্বই এফসি তে যোগ দিলেন আরাতা ইজুমি। খালিদ জামিলের দলের হয়ে এই মরশুমে আই লিগ খেলবেন তিনি। পুণে এফসিতে যোগ দেওয়ার আগে খেলেছিলেন ইস্টবেঙ্গলে।

Advertisement

নিজস্ব প্রতিনিধি

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৫ ০০:৪৩
Share:

আইএসএল-এ অ্যাটলেটিকো কলকাতার হয়ে খেলার পর বাকি মরশুমের জন্য মুম্বই এফসি তে যোগ দিলেন আরাতা ইজুমি। খালিদ জামিলের দলের হয়ে এই মরশুমে আই লিগ খেলবেন তিনি। পুণে এফসিতে যোগ দেওয়ার আগে খেলেছিলেন ইস্টবেঙ্গলে। এই মরশুমে আই লিগ থেকে দল তুলে নিয়েছে পুণে এফসি। যার ফলে ভবিষ্যত নিয়ে চিন্তায় ছিলেন জাপানি থেকে ভারতীয় হওয়া এই ফুটবলার। এই মরশুমে অ্যাটলেটিকোর হয়ে দারুণ খেলেছেন। তাঁর পুরনো দল ইস্টবেঙ্গলও তাঁকে চেয়েছিল। সঙ্গে সেই তালিকায় ছিল ডিএসকে শিবাজিয়ান্স, সালগাওকর ও স্পোর্টিং ক্লুব।

Advertisement

সব কিছু দেখার পর মুম্বই এফসিকেই বেছে নিলেন তিনি। এর আগে মাহিন্দ্রার হয়েও খেলেছিলেন তিনি। এটা তাঁর চতুর্থ আই লিগ ক্লাব। মুম্বই এফসিতে যোগ দিয়ে খুশি আরাত। বলেন, ‘‘আমি মুম্বইয়ের হয়ে আই লিগ খেলার জন্য মুখিয়ে রয়েছি। এই দলে যে সব প্লেয়ার রয়েছে তাদের অনেকের সঙ্গেই আমার খেলার অভিজ্ঞতা রয়েছে। এনপি প্রদীপ, স্টিভেন ডায়াসের সঙ্গে আমি মাহিন্দ্রায় খেলেছি। আমি মুম্বইয়ের জন্য নিজের সেরাটা দিতে চাই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement