IPL

আইপিএল বেটিংয়ে নাম জড়াল আরবাজের

আইপিএল বেটিংয়ে প্রায় তিন কোটি টাকা নাকি হেরে গিয়েছেন আরবাজ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জুন ২০১৮ ১৯:২৩
Share:

আরবাজ খান। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

আইপিএল বেটিংয়ে এ বার জড়িয়ে গেল বলিউড। নাম জড়াল অভিনেতা তথা প্রযোজক আরবাজ খানের। এ বিষয়ে তাঁকে জি়জ্ঞাসাবাদের জন্য শুক্রবার বিকেলে সমন পাঠিয়েছে ঠাণে পুলিশ। আগামী কাল তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, জনৈক হাই-প্রোফাইল বুকি সোনু জালানকে নিয়ে তদন্তের সময় উঠে এসেছে আরবাজের নাম। পুলিশ সূত্রে খবর, মুম্বইয়ের কল্যাণ অঞ্চলের আদালতে অন্য এক অভিযুক্তর সঙ্গে দেখা করতে গিয়েছিল সোনু। সে কথা জানতে পেরে তাঁকে গ্রেফতার করা হয়। এর পরেই জানা যায়, তাঁর সঙ্গে আরবাজের যোগ আছে।

আইপিএল বেটিংয়ে প্রায় তিন কোটি টাকা নাকি হেরে গিয়েছেন আরবাজ। জালানের সঙ্গে নাকি আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমেরও যোগ রয়েছে বলে সন্দেহ পুলিশের। তবে এখনও পর্যন্ত এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি আরবাজ।

Advertisement

আরও পড়ুন, বোলার হার্দিক অনেক উন্নতি করেছে, বলছেন মুগ্ধ ক্রুণাল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement