38th National Games

জাতীয় গেমসে সোনা জয় বাংলার, মালদহের জুয়েল তিরন্দাজিতে সেরা, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

উত্তরাখণ্ডে আয়োজিত এ বারের জাতীয় গেমসে তিরন্দাজির রিকার্ভ ৭০ মিটার ইভেন্টে সোনা জিতলেন মালদার তিরন্দাজ। তাঁকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০০
Share:

(মাঝখানে) পুরস্কারের মঞ্চে বাংলার জুয়েল সরকার। ছবি: সংগৃহীত।

৩৮তম জাতীয় গেমসে সোনা জিতলেন বাংলার জুয়েল সরকার। উত্তরাখণ্ডে আয়োজিত এ বারের জাতীয় গেমসে তিরন্দাজির রিকার্ভ ৭০ মিটার ইভেন্টে সোনা জিতলেন মালদার তিরন্দাজ। তাঁকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত ঝাড়গ্রামের বাংলা তিরন্দাজি অ্যাকাডেমির ছাত্র জুয়েল। ২০১৮ সাল থেকে এই অ্যাকাডেমিতে অনুশীলন করছেন তিনি। মাত্র ১২ বছর বয়সে যোগ দিয়েছিলেন অ্যাকাডেমিতে। ১৯ বছর বয়সে বাংলাকে জাতীয় গেমসে সোনা এনে দিলেন জুয়েল। ছোট থেকেই প্রতিভাবান তিনি। ঝাড়গ্রামের অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিয়ে আরও ক্ষুরধার হন। মুখ্যমন্ত্রী মমতার উদ্যোগে এই অ্যাকাডেমি তৈরি হয়েছিল। বাংলার হয়ে সোনা জিতে জুয়েল প্রমাণ সেই অ্যাকাডেমিরও মান বৃদ্ধি করলেন। জুয়েলকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী সমাজমাধ্যমে লেখেন, “জুয়েল সরকারকে অভিনন্দন। ঝাড়গ্রামের বাংলা তিরন্দাজি অ্যাকাডেমির ছাত্র তিনি। ৩৮তম জাতীয় গেমসে বাংলাকে তিরন্দাজির রিকার্ভ ৭০ মিটার ইভেন্টে সোনা এনে দিয়েছেন তিনি।”

জুয়েলকে নিয়ে অলিম্পিক্সের স্বপ্ন দেখছে বাংলার ক্রীড়াজগৎ। জাতীয় গেমসে সোনা জিতে ভারতের ক্রীড়ামহলেও সাড়া ফেলে দিয়েছেন তিনি। পরের অলিম্পিক্স ২০২৮ সালে। আগামী কয়েক বছর নিজের ফর্ম ধরে রাখতে পারলে বাংলার এই তিরন্দাজকে অলিম্পিক্সে ভারতের প্রতিনিধিত্ব করতে দেখা যেতেই পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement