শেষ আটে উঠল এরিয়ান, স্পোর্টিং

প্রথম ডিভিশন চ্যাম্পিয়নশিপ প্লে অফে ইস্টবেঙ্গল রানের পাহাড় গড়ে কোয়ার্টার ফাইনালে ওঠার দিকে এগিয়ে গেল। বুধবার বেলগাছিয়া ইউনাইটেডের বিরুদ্ধে তারা প্রথমে ব্যাট করে ৬৬৩-৭ তোলে ১২৬ ওভারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৭ ০৪:০১
Share:

প্রথম ডিভিশন চ্যাম্পিয়নশিপ প্লে অফে ইস্টবেঙ্গল রানের পাহাড় গড়ে কোয়ার্টার ফাইনালে ওঠার দিকে এগিয়ে গেল। বুধবার বেলগাছিয়া ইউনাইটেডের বিরুদ্ধে তারা প্রথমে ব্যাট করে ৬৬৩-৭ তোলে ১২৬ ওভারে। সোহম ঘোষ ১৩৭ ও কৌশিক ঘোষ ১৬৬ রান করে দলকে এই জায়গায় আসতে সাহায্য করেন। অন্য দিকে বেলগাছিয়ার ওয়াসিফ আহমেদ পাঁচ উইকেট নেন। ইস্টবেঙ্গলের এই বিশাল ইনিংসের জবাবে ব্যাট করতে নেমে বেলগাছিয়া দিনের শেষে ৩৫ ওভারে ১৫৮ রানের মধ্যেই চার উইকেট খুইয়ে ফেলেছে। ফলে বড় অঘটন না ঘটলে তাদের এই ম্যাচ জেতা কঠিন।

Advertisement

অন্য ম্যাচে এরিয়ান ও স্পোর্টিং ইউনিয়ন চ্যাম্পিয়নশিপ প্লে অফের কোয়ার্টার ফাইনালে জায়গা সুরক্ষিত করল। এরিয়ান ঐক্য সম্মিলনীকে হারাল ছ’উইকেটে ও স্পোর্টিং ইউনিয়ন পাঁচ উইকেটে হারায় শ্যামবাজার ক্লাবকে।

ইস্টবেঙ্গল এই ম্যাচে জিতলে চ্যাম্পিয়নশিপ প্লে অফ কোয়ার্টার ফাইনালে এরিয়ানের মুখোমুখি হবে। মোহনবাগানের বিরুদ্ধে খেলবে স্পোর্টিং ইউনিয়ন। কালীঘাট ও বড়িশাও কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement